শেরপুর প্রতিনিধি
শেরপুরে পৃথক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে সদর উপজেলার পৃথক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি। নিহতরা হচ্ছেন সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া এলাকার মো. এরশাদ আলীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী আনন্দ মিয়া (৩৫) ও সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে কলা ব্যবসায়ী আবদুল আজিজ (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণ ব্যবসায়ী ও এক পুত্র সন্তানের জনক আনন্দ মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী বেপরোয়া একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনে থাকা এসএস পাইপের একটি রড আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রড কেটে তাঁকে বের করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এদিকে ওই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
অন্যদিকে একইদিন সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল আরোহী আজিজ মিয়া ও মোখলেসুর রহমান তুলশীরচর এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে ব্রহ্মপুত্র নদের শেরপুর-জামালপুর সেতুর টোল বক্সের সামনের রাস্তায় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি চাপা দেয়। এ সময় দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ওই সব ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকটিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই সব ঘটনায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শেরপুরে পৃথক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যায় ও রাতে সদর উপজেলার পৃথক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-ঠিকানা জানা যায়নি। নিহতরা হচ্ছেন সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া এলাকার মো. এরশাদ আলীর ছেলে স্বর্ণ ব্যবসায়ী আনন্দ মিয়া (৩৫) ও সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার জুলহাস উদ্দিনের ছেলে কলা ব্যবসায়ী আবদুল আজিজ (৩৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণ ব্যবসায়ী ও এক পুত্র সন্তানের জনক আনন্দ মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী বেপরোয়া একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনে থাকা এসএস পাইপের একটি রড আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রড কেটে তাঁকে বের করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এদিকে ওই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।
অন্যদিকে একইদিন সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেল আরোহী আজিজ মিয়া ও মোখলেসুর রহমান তুলশীরচর এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফেরার পথে ব্রহ্মপুত্র নদের শেরপুর-জামালপুর সেতুর টোল বক্সের সামনের রাস্তায় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি চাপা দেয়। এ সময় দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজ মিয়াকে মৃত ঘোষণা করেন।
সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ওই সব ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকটিকে আটক করা হয়েছে। একই সঙ্গে ওই সব ঘটনায় পৃথক দুটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে