Ajker Patrika

জামালপুরে নার্স দিয়ে সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু: পাঁচজনের নামে মামলা, গ্রেপ্তার ২

জামালপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জামালপুরে শহরের নগর মাতৃসদন হাসপাতালে চিকিৎসক ছাড়াই নার্স দিয়ে সন্তান প্রসব করাতে গিয়ে এক নবজাতকের মৃত্যুর অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেছেন শিশুটির বাবা মো. সোহেল আনসারী। রোববার (৬ জুলাই) জামালপুর সদর থানায় এ মামলা দায়ের করা হয়।

পুলিশ মামলার দুই আসামি নার্স শিরিন আক্তার (২৬) ও আয়া বন্যা আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেছে।

মামলার অন্য আসামিরা হলেন হাসপাতালের চিকিৎসক ফারজানা ইয়াসমিন ওশিন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাখাওয়াত হোসেন সাব্বির ও নার্স কাকলী। এ ছাড়া অজ্ঞাত আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে সোহেল আনসারী অভিযোগ করেন, ৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে তাঁর স্ত্রী নৌরিন জান্নাত মৌয়ের প্রসব ব্যথা শুরু হলে তাঁকে নগর মাতৃসদন কেন্দ্রে ভর্তি করানো হয়। নার্স কাকলী কর্তব্যরত চিকিৎসক ফারজানা ইয়াসমিনকে ফোনে অবহিত করার পর ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সাব্বির মা ও গর্ভস্থ শিশুর অবস্থা পরীক্ষা করে ‘সব ঠিক আছে’ বলে জানান।

সোহেল আনসারীর অভিযোগ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর স্ত্রীর প্রসব ব্যথা বাড়তে থাকে। এ অবস্থায় পরিবার বারবার নার্স, স্টাফ ও দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের রোগীর অবনতিশীল অবস্থা সম্পর্কে জানালেও কেউ গুরুত্ব দেননি।

অভিযোগে আরও বলা হয়, ৫ জুলাই ভোররাত ৩টার দিকে নার্স শিরিন আক্তার ও আয়া বন্যা কোনো বিশেষজ্ঞ চিকিৎসক বা প্রশিক্ষিত নার্স ছাড়াই প্রসব করানোর চেষ্টা করেন। এ সময় রোগীর যৌনাঙ্গের পাশে কেটে জোর করে সন্তান বের করেন তাঁরা। এতে নবজাতক গুরুতর রক্তাক্ত অবস্থায় জন্ম নেয় এবং ঘটনাস্থলেই মারা যায়। মা অজ্ঞান হয়ে পড়েন। পরে নার্স ও আয়া হাসপাতাল থেকে পালিয়ে যান।

পরিবার নবজাতককে মৃত অবস্থায় এবং স্ত্রীকে অজ্ঞান অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, ‘নবজাতকের বাবা সোহেল আনসারীর অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার নার্স শিরিন ও আয়া বন্যাকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত