Ajker Patrika

মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১৫: ২৯
মাছ ধরতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ সদরে ফিশারিতে মাছ ধরার জন্য বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচতে গিয়ে বিদ্যুতায়িত মো. নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত মো. নজরুল ইসলাম একই এলাকার মৃত রহিম উদ্দিন ফকিরের ছেলে। 

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন স্থানীয়দের বরাত দিয়ে বলেন, সকালে বাড়ির পাশে নিজের ফিশারিতে বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচে মাছ ধরতে যান নজরুল ইসলাম ও তাঁর ছেলে মো. সায়েম। এ সময় বৈদ্যুতিক পাম্পে অসাবধানতাবশত সুইচ দিতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে ছটফট করতে থাকেন নজরুল। এ সময় বাবাকে দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সায়েম। পরে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে অভিযোগ নেই। ফলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত