Ajker Patrika

বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে শ্রীপুর গ্রামের ২ সহস্রাধিক মানুষ

প্রতিনিধি
বৃষ্টি হলেই সড়কে হাঁটুপানি, ভোগান্তিতে শ্রীপুর গ্রামের ২ সহস্রাধিক মানুষ

ধোবাউড়া (ময়মনসিংহ): একটু বৃষ্টি হলেই হাঁটু পানিতে চলাচল করতে হয় ভোগান্তি পোহাতে হয় ময়মনসিংহের শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্সিরহাট বাজার ধানমহাল থেকে শ্রীপুর গ্রামের ২ হাজারের বেশি মানুষের চলাচলের জন্য একটি মাত্র রাস্তা এটি। এই রাস্তা দিয়ে মুন্সিরহাট বাজারে প্রতিদিন শ্রীপুর গ্রামের মানুষ আসা যাওয়া করেন। কিন্তু পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় তাঁদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। একটু বৃষ্টি হলেই রাস্তায় পানি জমে যায়। এতে এলাকার মানুষজনকে জলাবদ্ধতায় আটকে পড়তে হয়। পানিতে রাস্তার দু'পাশ থেকে ময়লা আবর্জনা এসে রাস্তায় থাকা পানি দূষিত হয়ে যায়। এরপরও ময়লা পানির মধ্য দিয়েই চলাচল করে অনেকে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

শ্রীপুর গ্রামের শহিদুজ্জামান সেলিম জানান, এ রাস্তা দিয়ে ২ হাজার মানুষের চলাচল। কিন্তু এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কেউ কোন উদ্যোগ নেয় না। এ জন্য একটু বৃষ্টি হলেই রাস্তাটিতে হাঁটু পানি হয়ে যায়। এতে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্রুত জলাবদ্ধতা নিরসনে জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ চান তিনি।

স্থানীয় ইউপি সদস্য আশিকুজ্জামান সুজন বলেন, প্রায় ১০০ গজ রাস্তার অর্ধেক সলিং বাকিটুকু কাঁচা। পানি জমে থাকলে কাঁচা রাস্তা দিয়ে চলাচল করতে বেশি সমস্যা হয়।

বাঘবেড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ রব্বানী সুমন বলেন, বিষয়টি আমি শুনেছি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত