Ajker Patrika

অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করল সেনাবাহিনী

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১২ আগস্ট ২০২৪, ২২: ৪৯
অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করল সেনাবাহিনী

নেত্রকোনার দুর্গাপুরের ঝাঞ্জাইল বালুঘাটে থাকা অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিলামে সেসব বালু বিক্রি করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ঝাঞ্জাইল বালুঘাটে থাকা অবৈধভাবে তোলা বালু জব্দ করে সেনাবাহিনী। সেনাবাহিনীর টহল দলের দলনেতা সার্জেন্ট দেবাশীষ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে অবৈধভাবে উত্তোলন করা বালু নিলামের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুস্তাফিজুর রহমানের উপস্থিতিতে ছয়জন ব্যক্তি উন্মুক্ত নিলামে অংশগ্রহণ করেন। মো. শাহজাহান মিয়া নগদ ৫ লাখ ২৫ হাজার টাকা দিয়ে জব্দ করা বালু কিনে নেন। ভ্রাম্যমাণ আদালত ক্রেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে বালু নিয়ে যাওয়ার আদেশ দেন।

অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করে সেনাবাহিনী। ছবি: আজকের পত্রিকাসেনা টহল কমান্ডার জানান, তাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের সম্পদ লুণ্ঠনকারীদের সেনাবাহিনী ছাড় দেবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত