Ajker Patrika

শান্তি সমাবেশকে শান্তি কমিটির সঙ্গে তুলনা

ময়মনসিংহ প্রতিনিধি
শান্তি সমাবেশকে শান্তি কমিটির সঙ্গে তুলনা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটি করে পাকিস্তানিরা টিকতে পারে নাই। শান্তি সমাবেশ করে আওয়ামী লীগও বাঁচতে পারবে না। এটা রাজনীতির সংস্কৃতি না, এটা রাজনীতির অপশক্তি। এটা বন্ধ করুন। আজ শনিবার বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত ১০ দফা দাবিতে পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের শান্তি সমাবেশকে শান্তি কমিটির সঙ্গে তুলনা করেন নজরুল ইসলাম খান।

নগরীর আকুয়া বাইপাস মোড় থেকে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা শুরু হয়ে আকুয়া বোর্ডঘর এসে শেষ হয়। পদযাত্রাপূর্ব সমাবেশে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহবুবুর রহমান লিটন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলু, মহানগর যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলম, ফকরুদ্দিন আহম্মদ বাচ্চু, অ্যাডভোকেট ফাত্তাহ খান, মোর্শেদ আলমসহ অনেকে।

একই সময়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে নগরীর শম্ভুগঞ্জে উত্তর জেলা বিএনপির পদযাত্রা শম্ভুগঞ্জ চামড়াবাজার থেকে আলালপুরে গিয়ে শেষ হয। পদযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ শহীদ সারোয়ার, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত