Ajker Patrika

সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশু নিখোঁজ

প্রতিনিধি, দুর্গাপুর (নেত্রকোনা)
আপডেট : ২৩ জুলাই ২০২১, ২২: ৫২
সোমেশ্বরী নদীতে গোসল করতে নেমে শিশু  নিখোঁজ

নেত্রকোনার দুর্গাপুরের দক্ষিণ ভবানীপুর এলাকার সোমেশ্বরী নদীতে গোসলে নেমে ওয়াজিব হোসেন (৫) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৪ টা‍র ‍দিকে এ ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়া শিশু উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার দুংখু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওয়াজিব হোসেনসহ এলাকার চার পাঁচ জন বিকেলে সোমেশ্বরী নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে ওয়াজিব নদীতে ডুব দিলে আর ভাসেনি। ওয়াজিবের সঙ্গে থাকা সহপাঠীরা বিষয়টি তার পরিবারকে জানায়। পরিবারসহ স্থানীয়রা এসে খোজাখুঁজি করে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওয়াজিব হোসেনের সন্ধান মেলেনি।

এ বিষয়ে দুর্গাপুর ফায়ার স্টেশনের ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, অন্ধকার হয়ে যাওয়ার কারণে উদ্ধার কাজ চালানো সম্ভব হয়নি। আগামীকাল ভোর ৬টা থেকে উদ্ধার কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত