Ajker Patrika

ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে বাসচাপায় ৭ জন নিহতের ঘটনায় চালকসহ গ্রেপ্তার ২

ময়মনসিংহে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাত আরোহী নিহতের ঘটনায় বাসচালক ও সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল শুক্রবার রাতে শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

পরে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন বাসচালক সিরাজুল ইসলাম (৪৫) ও সুপারভাইজার জনি মিয়া (৪২)। তারা দুইজনই শেরপুর সদরের বাসিন্দা। 

এর আগে, গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কে সদরের আলালপুর সংলগ্ন চর বড়বিলা এলাকায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে একই পরিবারের তিনজনসহ অটোরিকশার সাত আরোহী ঘটনাস্থলেই মারা যান। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন জানান, এ দুর্ঘটনার পরপরই পলাতক বাসচালককে গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ। রাতেই শেরপুরের ঝিনাইগাতী থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় নিহত যাত্রী গোলাম মোস্তফার ভাই মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এই মামলায় বাসচালক ও সহকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত