নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোলিং চেয়ার ঘুরিয়ে নবীন এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক জাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে জুনিয়রকে নির্যাতন করার ঘটনায় আন্দোলন শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে গত ১৪ মার্চ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর দে এর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে বসেছিলেন। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
এদিকে আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি বিকেল ৪টায় বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, সৌমিক জাহানকে (চারুকলা বিভাগ) সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হলো। একইসাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদুপরি তাঁর অভিভাবকেকে আগামী শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়েছে।
এছাড়াও সভায় অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাজু মিয়া (লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নাজমুল হুদা দেওয়ানী (অর্থনীতি), আফজাল হোসাইন শান্ত (চারুকলা) ও খন্দকার রিফাদুল হাসানের (চারুকলা) আসন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তে আরও বলা হয়, র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারকে বহন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্র। আর অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহান চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোলিং চেয়ার ঘুরিয়ে নবীন এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক জাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে জুনিয়রকে নির্যাতন করার ঘটনায় আন্দোলন শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে গত ১৪ মার্চ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর দে এর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে বসেছিলেন। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
এদিকে আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি বিকেল ৪টায় বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, সৌমিক জাহানকে (চারুকলা বিভাগ) সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হলো। একইসাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদুপরি তাঁর অভিভাবকেকে আগামী শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়েছে।
এছাড়াও সভায় অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাজু মিয়া (লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নাজমুল হুদা দেওয়ানী (অর্থনীতি), আফজাল হোসাইন শান্ত (চারুকলা) ও খন্দকার রিফাদুল হাসানের (চারুকলা) আসন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তে আরও বলা হয়, র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারকে বহন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্র। আর অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহান চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
৩ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৬ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা-ডাঙ্গারচর কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিকট শব্দ ও কাঁপুনিতে এলাকার ঘরবাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এ প্রতিবাদে তাঁরা আজ বুধবার সকালে কেন্দ্রের মূল ফটকে মানববন্ধন করেছেন। ঘাট চৌধুরীর বাড়ি ও হাজি ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটির ব্যানারে
১৭ মিনিট আগেরংপুরের পীরগাছায় ডাকাতদলের এক সদস্যকে পিটুনি দিয়ে পুলিশ সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কল্যাণী ইউনিয়নের ফতা গ্রামে এ ঘটনা ঘটে।
২৫ মিনিট আগে