Ajker Patrika

দুর্গাপুরে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ১৯ জুন ২০২৩, ১৭: ৪৩
দুর্গাপুরে সাংবাদিককে পিটিয়ে হত্যাচেষ্টা, মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক কলি হাসানকে পিটিয়ে হত্যাচেষ্টা মামলার ১ নম্বর আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ৩টার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে উপজেলার খরশ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আব্দুল হান্নান (৩৮) দুর্গাপুর পৌরসভার খরশ এলাকার আব্দুল হাকিমের ছেলে। আর সাংবাদিক কলি হাসান দৈনিক জনকণ্ঠের দুর্গাপুর উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত রয়েছেন। 

গ্রেপ্তারে বিষয়টি নিশ্চিত করেন দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, আজ সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের খরশ এলাকা থেকে আসামি আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে। 

এর আগে ৯ জুন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার টিচার্স লেন এলাকায় পরিকল্পিতভাবে কলি হাসানের পথরোধ করে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। কলি হাসান বাঁচার চেষ্টা করলে দুর্বৃত্তরা তার ডান হাত ভেঙে ফেলে। পরে ডান পায়ে উপর্যুপরি আঘাত করে মারাত্মক জখম করে ৷ 

হামলার সময় তাঁর দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। কলি হাসানের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন বেরিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে ওই ঘটনায় ১৫ জুন ভুক্তভোগীর স্ত্রী সাজেদা আক্তার সাজু বাদী হয়ে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

কলি হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত