জামালপুর প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপি। সেই সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবেরগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সকালে মাদারগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গাবেরগ্রাম বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যুবদলের নেতা স্বপন মিয়া, মো. কাজল, মো. জাহিদুল ও আয়নাল হক; শ্রমিক দলের নেতা মো. মিস্টার ও মনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুহেলসহ বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করে।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের ওরফে বাবুল খান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলার গাবেরগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সমাবেশে হামলা চালায়। এতে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মিছিল করতেছিল, সেখানে আমাদের দলীয় ছেলেপেলেদেরও মিছিল হচ্ছিল। ফলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেনি।’
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, ‘বিএনপির কিছু নেতাকর্মী গাবেরগ্রাম বাজারে জড়ো হয়েছিলেন। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাঁদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।’
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপি। সেই সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার গাবেরগ্রাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, সকালে মাদারগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে গাবেরগ্রাম বাজারে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণ সমাবেশে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে যুবদলের নেতা স্বপন মিয়া, মো. কাজল, মো. জাহিদুল ও আয়নাল হক; শ্রমিক দলের নেতা মো. মিস্টার ও মনু মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. সুহেলসহ বিএনপির ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। আহতদের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতিতে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল ত্যাগ করে।
মাদারগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মঞ্জুর কাদের ওরফে বাবুল খান বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে উপজেলার গাবেরগ্রাম বাজারে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ চলছিল। হঠাৎ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা নিয়ে সমাবেশে হামলা চালায়। এতে ২০ নেতাকর্মী আহত হয়েছেন।’
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীরা মিছিল করতেছিল, সেখানে আমাদের দলীয় ছেলেপেলেদেরও মিছিল হচ্ছিল। ফলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়েছে। হামলার কোনো ঘটনা ঘটেনি।’
মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার বলেন, ‘বিএনপির কিছু নেতাকর্মী গাবেরগ্রাম বাজারে জড়ো হয়েছিলেন। সেখানে ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে তাঁদের ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।’
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদের বাসা লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর মণ্ডলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতকোত্তর (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার চারটি ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। গতকাল বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশিত হয়। পরীক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের প্রোফাইলে লগইন করে ফল জানতে
২৭ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পল্লী বিদ্যুতের একটি সাবস্টেশনে চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় দৌলতপুর জোনাল অফিসের সাবস্টেশন থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
২৯ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
৩০ মিনিট আগে