সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্বিতণ্ডা হতো।
আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে