Ajker Patrika

গরম পানিতে স্বামীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৩, ১৯: ১৩
গরম পানিতে স্বামীর শরীর ঝলসে দেওয়ার অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

জামালপুরের সরিষাবাড়ীতে স্বামীকে ফুটন্ত গরম পানিতে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রী নাছিমা বেগমের বিরুদ্ধে। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার মহাদান ইউনিয়নের সেংগুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত রুবেল মিয়া (৩৮) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন। তিনি উপজেলার সেংগুয়া গ্রামের আমজাদ ভুঁইয়ার ছেলে। 

স্থানীয়রা জানান, ১৫ বছর আগে রুবেল মিয়ার সঙ্গে পাশের ধনবাড়ী উপজেলার কাঁঠালিয়াবাড়ী গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাছিমা বেগমের বিয়ে হয়। কয়েক বছর পর রুবেল মিয়া পৌরসভার তাড়িয়াপাড়া গ্রামে রাশেদা বেগম নামে আরও এক নারীকে বিয়ে করেন। এ নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই বাগ্‌বিতণ্ডা হতো। 

আজ সকালে নাছিমা বেগম তাঁর স্বামী রুবেল মিয়ার শরীরে ফুটন্ত গরম পানি ঢেলে দেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাঁর অবস্থার আরও অবনতি হলে চিকিৎসক মমেক হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

এ বিষয়ে রুবেল মিয়ার ভাতিজা আব্দুর রশিদ বলেন, চাচার চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চাচি নাছিমা বেগমের ছুড়ে দেওয়া ফুটন্ত গরম পানিতে রুবেল মিয়ার শরীর ঝলসে গিয়েছে। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, অবস্থার আরও অবনতি হলে তাঁকে মমেক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত