Ajker Patrika

৫ লাখ টাকা ব্যয়ে সৌদি গিয়ে ৩ দিন কারাবাস, ফিরে থানায় অভিযোগ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ২০: ৫২
৫ লাখ টাকা ব্যয়ে সৌদি গিয়ে ৩ দিন কারাবাস, ফিরে থানায় অভিযোগ

বেশি টাকা বেতনে চাকরির প্রলোভনে পাঁচ লাখ টাকা ব্যয়ে সৌদি আরবে গিয়েছিলেন নান্দাইলের সজীব সরকার। সেখানে গিয়ে দুই মাসের মধ্যে তিন দিন জেল খেটে শূন্য হাতে বাড়ি ফিরেছেন তিনি। এ ঘটনায় গতকাল শুক্রবার নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন সজীব। 

ভুক্তভোগী সজীব সরকার (২৩) নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গারুয়া গ্রামের শরীফ উদ্দিন সরকারের ছেলে। অভিযুক্ত ব্যক্তি হলেন পার্শ্ববর্তী গ্রাম আচারগাঁও উত্তরপাড়ার মৃত ঈসমাইল ফকিরের ছেলে আ. রশিদ ওরফে আবু মিয়া (৫০)। 

নান্দাইল মডেল থানার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত আ. রশিদের ছেলে নাজমুল হক রনি সৌদি আরবে থাকেন। সেই সুবাদে আ. রশিদ তাঁর প্রতিবেশী গ্রামের সজীব সরকারকে বেশি টাকা বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে সৌদি আরব যাওয়ার পরামর্শ দেন। পরে নগদ ও ব্যাংকের মাধ্যমে আ. রশিদকে ৪ লাখ ৫০ হাজার টাকা দিয়ে গত ১৬ অক্টোবর সৌদি আরবে পৌঁছান সজীব সরকার। সেখানে গিয়ে সজীব বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি বাড়ি থেকে ২ লাখ ১০ হাজার টাকা নিয়ে আকামা করেন। দুই মাস পর ১৭ ডিসেম্বর সজীবকে সৌদি আরবের পুলিশ গ্রেপ্তার করে তিন দিন জেল খাটার পরে সৌদি পুলিশ ২০ ডিসেম্বর দেশে পাঠিয়ে দেন। 

ভুক্তভোগী সজীব সরকার বলেন, ‘সে আমার সাথে প্রতারণা করছে। এতে করে আমি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবি করছি।’ 

এ বিষয়ে জানতে অভিযুক্ত আ. রশিদের মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

অভিযোগের বিষয়ে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘সজীব সরকার থানায় একটি অভিযোগ দিয়েছেন। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত