নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ভাজ্যতেলের দাম বাড়ায় এর চাহিদা মেটাতে নান্দাইলে এবার সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাংগাইল, চণ্ডিপাশা, শেরপুর, বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার অনেক সরিষা খেতে ফুল আসতে শুরু হয়েছে। সরিষার শাক বিক্রির জন্য ইতিমধ্যে সরিষা উঠিয়ে শাক হিসেবে বিক্রি শেষ করে পুনরায় বীজ বপন করেছেন চাষিরা।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় ১৮০ হেক্টর জমিতে আগাম সরিষা চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ২৫ মেট্রিকটন। উপজেলার ২ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষককে সরিষার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।
চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন বলেন, ‘তেলের দাম বাড়ায় এ বছর সরিষা চাষে আমার আগ্রহ বেড়েছে।’
রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এর মধ্যে অর্ধেক জমি থেকে সরিষার শাক হিসেবে বাজারে বিক্রি করে দিয়েছি। এক বিঘা তেলের জন্য রেখেছি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক বলেন, ‘প্রান্তিক পর্যায়ে যেসব কৃষক সরিষারর আবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের প্রণোদনা দিয়েছি। সরিষার চাষ থেকে শুরু করে বীজ সংগ্রহ করা পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিই।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ১৩ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষার তেল ও শাকের চাহিদা থাকায় সরিষা চাষের আগ্রহ বেড়েছে। আমাদের কৃষি কার্যালয় থেকে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।
ভাজ্যতেলের দাম বাড়ায় এর চাহিদা মেটাতে নান্দাইলে এবার সরিষার চাষ বেড়েছে। স্বল্প সময়ে খরচ কম, লাভ বেশি হওয়ায় পতিত জমিতে সরিষা উৎপাদনে ঝুঁকে পড়েছেন কৃষকেরা। এতে করে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি দেশে তেলের ঘাটতি মেটানো সম্ভব হবে বলে জানিয়েছে কৃষি বিভাগ। আবহাওয়া অনুকূল থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার গাংগাইল, চণ্ডিপাশা, শেরপুর, বীর বেতাগৈর ও চর বেতাগৈর ইউনিয়নে এ বছর প্রচুর আগাম সরিষার চাষ হয়েছে। মাঠের পর মাঠ সরিষা খেতে হলুদ ফুল এসেছে। কোথাও কোথাও আবার অনেক সরিষা খেতে ফুল আসতে শুরু হয়েছে। সরিষার শাক বিক্রির জন্য ইতিমধ্যে সরিষা উঠিয়ে শাক হিসেবে বিক্রি শেষ করে পুনরায় বীজ বপন করেছেন চাষিরা।
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, এ বছর উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর সভায় ১৮০ হেক্টর জমিতে আগাম সরিষা চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ দশমিক ২৫ মেট্রিকটন। উপজেলার ২ হাজার প্রান্তিক পর্যায়ের কৃষককে সরিষার বীজ ও সার প্রণোদনা দেওয়া হয়েছে।
চণ্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের মো. বিল্লাল হোসেন বলেন, ‘তেলের দাম বাড়ায় এ বছর সরিষা চাষে আমার আগ্রহ বেড়েছে।’
রাজগাতি ইউনিয়নের উলুহাটি গ্রামের গ্রামের কৃষক শফিকুল ইসলাম বলেন, ‘দুই বিঘা জমিতে সরিষার চাষ করেছি। এর মধ্যে অর্ধেক জমি থেকে সরিষার শাক হিসেবে বাজারে বিক্রি করে দিয়েছি। এক বিঘা তেলের জন্য রেখেছি।’
মোয়াজ্জেমপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল হক বলেন, ‘প্রান্তিক পর্যায়ে যেসব কৃষক সরিষারর আবাদ করতে আগ্রহ প্রকাশ করেছেন, আমরা তাঁদের প্রণোদনা দিয়েছি। সরিষার চাষ থেকে শুরু করে বীজ সংগ্রহ করা পর্যন্ত আমরা মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দিই।’
নান্দাইল উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, লক্ষ্যমাত্রার চেয়ে এ বছর ১৩ হেক্টর জমিতে সরিষার আবাদ বেশি হয়েছে। সরিষার তেল ও শাকের চাহিদা থাকায় সরিষা চাষের আগ্রহ বেড়েছে। আমাদের কৃষি কার্যালয় থেকে কৃষকদের সরিষা চাষে আগ্রহ বাড়াতে উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন।
চট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
৪ মিনিট আগেযশোরের অভয়নগরে বিলের মধ্যে সড়কের পাশে অটো ভ্যানের এক চালকের লাশ পাওয়া গেছে। পুলিশের ধারণা, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নির্জন জায়গায় নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত চালকের নাম লিমন শেখ (২৫)। তিনি নওয়াপাড়া পৌর শহরের বুইকরা এলাকার কাসেম শেখের ছেলে।
৮ মিনিট আগেগত শনিবার (৯ আগস্ট) বিকেলে দিনেশ বেসরার খালাতো ভাইয়ের মেয়ের বিবাহের অনুষ্ঠানে মা-বাবার সঙ্গে পূর্ব জয়দেবপুর গ্রামে যায় শিশু লিলিসা। ওই দিন বিকেল ৫টার দিকে অনুষ্ঠানে থাকা অবস্থায় প্রতিবেশী ইলিজাস মার্ডি (প্রধান আসামি) শিশুটিকে দোকান থেকে কিছু কিনে দেওয়ার কথা বলে মায়ের কোল থেকে নিয়ে যান।
১১ মিনিট আগে