Ajker Patrika

ভালুকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি 
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করেন এডাম স্টাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে শিল্পপুলিশ ঘটনাস্থলে গিয়ে দাবি পূরণের বিষয়ে আশ্বাস দিলে শ্রমিকেরা অবরোধ তুলে নেন।

শ্রমিকেরা জানান, ওই কারখানায় তাঁরা প্রায় ৫৫০ শ্রমিক কাজ করেন। কারখানা কর্তৃপক্ষ বেতন বোনাস ও ওভারটাইমের টাকা নির্ধারিত সময়ে পরিশোধ করে না। গত অক্টোবর মাসের বেতন নিয়েও টালবাহানা শুরু করে। তাই তারা বকেয়া বেতন ও ওভারটাইমের দাবিতে কাশর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন। আগামী ১৭ নভেম্বর বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নিয়ে কাজে যোগদান করেন শ্রমিকেরা।

এ বিষয়ে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মেহেদী হাসান বলেন, প্রত্যেক মাসের ১০ তারিখেই শ্রমিকদের বেতন দেওয়া হয়। ইদানীং কারখানায় কাজ কম থাকায় নির্ধারিত সময়ে বেতন দিতে সমস্যা হচ্ছে। এ জন্য শ্রমিকেরা আন্দোলন শুরু করেন। আগামী ১৭ তারিখে বেতন দেওয়ার আশ্বাসে তাঁরা কাজে ফিরেছেন।

ময়মনসিংহ শিল্প জোন-৫ এর সহকারী উপপরিদর্শক (এএসপি) কাজী সাইদুর রহমান বলেন, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে আগামী ১৭ নভেম্বর বেতন পরিশোধের আশ্বাসে শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত