Ajker Patrika

সেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১৭ জুলাই ২০২২, ১৬: ১৭
সেই শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় মারা যাওয়া অন্তঃসত্ত্বা মায়ের পেট ফেটে জন্ম নেওয়া সেই শিশুটি সুস্থ আছে। তবে শিশুটির ডান হাতে দুটি হাড় ভাঙে গেছে। বর্তমানে শিশুটি ময়মনসিংহ নগরীর লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খোঁজ নিতে এসে শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। 

শিপন নামে একজনের ব্যবসা দেখাশোনা করতেন শিশুটির বাবা । শিপন হাসপাতালে শিশুটিকে দেখতে এসে বলেন, ‘শিশুটি এখন সুস্থ আছে। শিশুটির বাবা শুধু আমার ব্যবসা দেখাশোনাই করত না, সে আমার ভাই ছিল। ব্যবসা আমার থাকলেও সেই সবকিছু সামাল দিত। আকিজ কোম্পানিতে বিভিন্ন মালামাল সাপ্লাই থেকে শুরু করে আমার বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান সে-ই দেখাশোনা করত। তাঁর আরও দুটি সন্তান বড় মেয়ে জান্নাত (৭) ও ছেলে এবাদত (৫) জীবিত রয়েছে।’

ব্যবসায়ী শিপন আরও বলেন, ‘তিনটি শিশুর দেখাশোনা করার জন্য আমার পক্ষ থেকে যা যা করা প্রয়োজন সব করব। এ ছাড়া শিশুদের দাদা, দাদি, নানা, নানি বেঁচে রয়েছেন। শুধু তাই নয়, হাসপাতালে যেসব মহিলাদের বাচ্চা হয়েছে তাদের বুকের দুধ শিশুটিকে খাওয়ানো হচ্ছে। 

শিশুটি আশঙ্কামুক্ত রয়েছে বলে নিশ্চিত করেছেন বেসরকারি মেডিকেল সিবিএমসিবির সহযোগী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান। তিনি বলেন, ‘শিশুটির সামগ্রিক অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি। বর্তমানে শিশুটি ভালো আছে এবং আশঙ্কামুক্ত রয়েছে। তবে শিশুটির ডান হাতের দুটি হাড় ভাঙা রয়েছে। সেটির জন্য আলাদা চিকিৎসা করা হচ্ছে।’ 

এ বিষয়ে জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেলেও আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে এবং সুস্থ আছে। সে আপনজনদের হারালেও আমরা তার পাশে আছি। আমি শিশুটির চিকিৎসার দায়িত্ব নিয়েছি।’ 

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল কোট বিল্ডিংসংলগ্ন রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকচাপায় স্বামী ও অন্তঃসত্ত্বা নারীসহ এক শিশু নিহত হয়। তবে মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সন্তান বের হয়ে যায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত