Ajker Patrika

চুরি হওয়া ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ময়মনসিংহ প্রতিনিধি
চুরি হওয়া ৫ লাখ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

ময়মনসিংহে আবুল মুনসুর নামের এক ব্যক্তির টাকা ও স্ত্রীর স্বর্ণালংকার নিজ বাসা থেকে চুরি হওয়ার ১১ দিন উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ।

ওসি বলেন, গত ৯ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর ইটাখোলা রোডে আবুল মুনসুর নামের এক ব্যক্তির বাসায় চুরির ঘটনা ঘটে। আবুল মুনসুরসহ পরিবারের লোকজন ঘটনার কিছুদিন আগ থেকে ঢাকায় অবস্থান করার সুযোগে চোরেরা দিনের বেলায় বাসার মূল গেট টপকে বাসা ও রুমের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।

পরে অভিযোগের প্রেক্ষিতে সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে গত ১৩ জানুয়ারি অভিযান চালিয়ে মাহফুজুর রহমান তুহিনকে (২০) গ্রেপ্তার করা হয়। 

পরে আদালতের মাধ্যমে তাঁকে দুদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তাঁর দেওয়া তথ্যমতে পাঁচ লাখ টাকা ও ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া স্বর্ণের বালা, ১ টি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। যদিও আবুল মুনসুরের দাবি স্বর্ণালংকার ছাড়াও তাঁর সাত লাখ টাকা চুরি হয়েছে। মাহফুজুর রহমান তুহিনের নামে আরও একাধিক মামলা রয়েছে। বাকি টাকা উদ্ধারে আরও রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত