Ajker Patrika

সরিষাবাড়ীতে ধর্ম যাজকের ছেলের রহস্যজনক মৃত্যু

প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২১, ১২: ৪০
সরিষাবাড়ীতে ধর্ম যাজকের ছেলের রহস্যজনক মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুর উপজেলার সরিষাবাড়ীতে এক ধর্ম যাজকের ছেলের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্যামুয়েল বিশ্বাস (১৪) নামে ওই ছেলের মৃত্যু হয়।

জানা যায়, উপজেলার শিমলাপল্লী গ্রামের পূর্বপাড়ায় এজি চার্চ ও এজি আশীর্বাদ চার্চ স্কুলের পরিচালক শিমন বিশ্বাস ও তার স্ত্রী মার্থা বিশ্বাসের ছেলে স্যামুয়েল। ঘটনার দিন সন্ধ্যার একটু আগে শয়নকক্ষে যান। ঘরে ঢোকার আগে স্যামুয়েলকে রাস্তায় এক ব্যক্তি সাথে কথা বলতে দেখেন তার মা–বাবা।

এর কিছুক্ষণ পর ঘরের মেঝেতে ছেলেকে পরে থাকতে দেখে চিৎকার করেন তাঁরা। তাঁদের চিৎকার শুনে আশেপাশের লোকজন জড়ো হন। পরে তারা স্যামুয়েলকে সরিষাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে চিকিৎসক শাহেদুর রহমান সাংবাদিকদের জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এ নিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল হাসান সাংবাদিকদের জানান, আত্মহত্যার সংবাদে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল এবং একটি অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই সমাধিস্থ করার অনুমতি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত