Ajker Patrika

চেয়ারপারসনের উপদেষ্টা কাইয়ুমের বিরুদ্ধে বকশীগঞ্জ বিএনপির অভিযোগ

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি  
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক আইজিপি আবদুল কাইয়ুমের বিরুদ্ধে আওয়ামী সমর্থকদের নিয়ে পথসভা করার অভিযোগ তুলেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির নেতারা। আজ বুধবার উপজেলা ও পৌর বিএনপির এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তাঁরা।

বিএনপি নেতাদের দাবি, বিএনপির গুরুত্বপূর্ণ পদে থেকে আবদুল কাইয়ুম দলের বহিষ্কৃত নেতাসহ আওয়ামী লীগের দোসরদের নিয়ে পথসভা করেছেন। তবে আবদুল কাইয়ুম তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অপপ্রচারের অংশ হিসেবে দাবি করছেন।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, গত সোমবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম উপজেলা বিএনপিকে পাশ কাটিয়ে বহিষ্কৃত বিএনপি নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারসহ স্থানীয় আওয়ামী লীগের দোসরদের সঙ্গে নিয়ে পথসভা করেছেন।

এর আগে তাঁকে আমন্ত্রণ জানালেও তিনি উপজেলা বিএনপির কার্যালয়ে আসেননি। উল্টো বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে নিয়ে পথসভায় যোগ দেন তিনি। যাঁকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে, তাঁকে নিয়ে পথসভা করায় উপজেলা ও পৌর বিএনপির নেতা–কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে।

জাহিদুল ইসলাম প্রিন্স আরও বলেন, আবদুল কাইয়ুম বিএনপিকে বিভাজনের চেষ্টা করছেন। বিএনপিকে নিয়ে খেলছেন। আবদুল কাইয়ুমকে মূলধারার সঙ্গে থেকে রাজনীতি করার আহ্বান জানান তিনি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সিনিয়র সহসভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারী, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ছানু সওদাগর, সাধারণ সম্পাদক শাকিল তালুকদার, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহজাহান পারভেজ শাহীন, উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে সংবাদ সম্মেলনে আনীত অভিযোগ অস্বীকার করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। বকশীগঞ্জ আমার জন্মস্থান। আমি এসেছি বিএনপির অন্যতম বয়োজ্যেষ্ঠ নেতা হিসেবে দলকে ঐক্যবদ্ধ করতে।

দলকে কোনোমতেই আওয়ামী দোসরদের হাতে তুলে দেওয়া যাবে না। বিএনপির নাম ভাঙিয়ে কোনো চাঁদাবাজি চলবে না এই বকশীগঞ্জে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে ও তারেক রহমানের সুশৃঙ্খল রাজনীতিকে বেগবানের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার বিকল্প নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

৫ ভারতীয় পাইলটকে বন্দী করার দাবি পাকিস্তানের

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত