Ajker Patrika

ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ২৭ অক্টোবর ২০২৩, ১৫: ৪৮
ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

ওই শিক্ষার্থী পাশের মাদারগঞ্জের বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র।

পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে সাজেল তার আত্মীয়ের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই দাদাবাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সে। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।

আজ সকালে সাজেলের লাশ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় নদ থেকে তার লাশ উদ্ধার করে জানাজা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

সাজেলের ফুপু সেলিনা আক্তার বলেন, সাজেল গতকাল বেলা ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। নদীতে জাল ফেলে অনেক খোঁজা হয়েছে, তবু পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে ওঠে। সকাল ৯টায় জানাজা শেষে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল জানান, তিনি ঢাকায় আছেন। বিষয়টি তাঁর জানা নেই।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত