জামালপুর প্রতিনিধি
জামালপুর জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা শেষে ১০ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
গত ২৭ ফেব্রুয়ারি ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে পাশের শয্যার এক নারীর কাছে রেখে মা এবং নানি ওষুধের টাকা আনতে বাড়ি যান। বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার কাছে যেতে দেননি তাঁদের। সন্তানকে ফিরে পেতে মা-বাবা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন।
এতদিন শিশুটি হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর গতকাল বুধবার তাঁদের বাড়ি যায়। সেখানে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। এরপর আজ বেলা ১টার দিকে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে বুকে জড়িয়ে তার মা রোকসানা আক্তার বলেন, ‘আমি বাচ্চা রেখে ওষুধের টাকা আনতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় আমাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ১০ দিন আমার বাচ্চার কাছে যেতে পারিনি। বলা হয়েছে, ডিএনএ টেস্ট করে বাচ্চা দেবে। সেটা করতে অনেক দিন লাগবে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে তার আগেই বাচ্চাকে কাছে পেলাম।’
শিশুটির বাবা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে কাজ করি। বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে দ্রুত সময়ে বাচ্চাকে ফিরে পেলাম।’
জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাচ্চার মা-বাবাকে শনাক্ত করে তাদের কাছে হস্তান্তর করলাম।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুর মা-বাবার পরিচয় নিশ্চিত হয়ে আজ তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হলো। শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ দিন বয়সী শিশু নিশিকে ওজন কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়।
জামালপুর জেনারেল হাসপাতালে রেখে যাওয়া সেই শিশুকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক জটিলতা শেষে ১০ দিন পর আজ বৃহস্পতিবার দুপুরে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
গত ২৭ ফেব্রুয়ারি ২৮ দিন বয়সী এক কন্যা শিশুকে পাশের শয্যার এক নারীর কাছে রেখে মা এবং নানি ওষুধের টাকা আনতে বাড়ি যান। বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চার কাছে যেতে দেননি তাঁদের। সন্তানকে ফিরে পেতে মা-বাবা শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হন।
এতদিন শিশুটি হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিল। মা-বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তর গতকাল বুধবার তাঁদের বাড়ি যায়। সেখানে এলাকার মানুষ ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তাঁদের পরিচয় নিশ্চিত হয়। এরপর আজ বেলা ১টার দিকে সমাজসেবা অধিদপ্তর এবং জামালপুর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ শিশুটিকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করে।
শিশুটিকে বুকে জড়িয়ে তার মা রোকসানা আক্তার বলেন, ‘আমি বাচ্চা রেখে ওষুধের টাকা আনতে বাড়ি গিয়েছিলাম। কিন্তু বাড়ি থেকে ফিরতে দেরি হওয়ায় আমাকে হাসপাতালে ঢুকতে দেওয়া হয়নি। ১০ দিন আমার বাচ্চার কাছে যেতে পারিনি। বলা হয়েছে, ডিএনএ টেস্ট করে বাচ্চা দেবে। সেটা করতে অনেক দিন লাগবে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে তার আগেই বাচ্চাকে কাছে পেলাম।’
শিশুটির বাবা আব্দুল কাদের জিলানী বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি কোম্পানিতে কাজ করি। বাচ্চাকে নিয়ে অনেক ঝামেলা হয়েছে। কিন্তু মিডিয়া পাশে ছিল বলে দ্রুত সময়ে বাচ্চাকে ফিরে পেলাম।’
জামালপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ বলেন, বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রচার হওয়ার পর বিষয়টি নজরে আসে। আমরা দ্রুততম সময়ের মধ্যে বাচ্চার মা-বাবাকে শনাক্ত করে তাদের কাছে হস্তান্তর করলাম।’
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুর মা-বাবার পরিচয় নিশ্চিত হয়ে আজ তাদের কাছে শিশুটিকে হস্তান্তর করা হলো। শিশুর শারীরিক অবস্থা ভালো আছে।
গত ২৭ ফেব্রুয়ারি দুপুরে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে ২৮ দিন বয়সী শিশু নিশিকে ওজন কম এবং শ্বাসকষ্ট নিয়ে ভর্তি করা হয়।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৬ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৬ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৯ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
১০ ঘণ্টা আগে