Ajker Patrika

শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুর প্রতিনিধি
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২০: ০৩
শেরপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

শেরপুরে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে জেলা সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যান তিনি। 

কয়েদি মানিক মিয়া (৩০) সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ডোবারচর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। স্কুলছাত্রীকে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে জেলা কারাগারে সাজা ভোগ করছিলেন।

জেলা কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০১৭ সালের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় করা মামলায় ২০২০ সালে মানিক মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মামলার পর থেকেই তিনি কারাগারে ছিলেন।

মানিক মিয়া দীর্ঘদি শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল শুক্রবার বিকেলে শ্বাসকষ্ট বেড়ে গেলে কারাগারের সহকারী সার্জনের পরামর্শে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে কারাগার কর্তৃপক্ষ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টার দিকে মারা যান মানিক মিয়া। 

এ তথ্য নিশ্চিত করে জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) খায়রুল কবীর সুমন আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল মানিক মিয়াকে শ্বাসকষ্টজনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালের দিকে তিনি হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়নাতদন্ত শেষে লাশ কারাগার কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।’ 

এ ব্যাপারে জেলা কারাগারের সুপার মোহাম্মদ হুমায়ুন কবীর খান বলেন, ‘মৃতদেহের সুরতহাল রিপোর্ট ও জেলা সদর হাসপাতালের ময়নাতদন্ত শেষে মানিক মিয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত