Ajker Patrika

 ‘আশ্রয় পেয়েছি সেইডাও ভেঙে যাচ্ছে’

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
 ‘আশ্রয় পেয়েছি সেইডাও ভেঙে যাচ্ছে’

‘স্বামীর জীবন কাটছে মানুষের বাড়িতে কাজ করে। আমিও সাথে সাথে সারা জীবন কাটাইছি অন্যের বাড়ির ছনের ছাউনি ও পাটকুড়ির বেড়ার ঘরে। স্বামী মুক্তিযুদ্ধ করছিল বলেই শেষ বয়সে একটা পাকা ঘরে আশ্রয় পাইছিলাম। কিন্তু সেইডাও ভেঙে যাচ্ছে।’ বীর নিবাসের ভাঙা ঘর দেখিয়ে কথাগুলো বলছিলেন নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের মান্দাউরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মতিলাল তালুকদারের স্ত্রী নয়ন তারা। 

মুক্তিযোদ্ধার পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মান্দাউরা গ্রামের মৃত সুরেন্দ্র তালুকদারে ছেলে মতিলাল। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। পৈতৃক কোনো সম্পত্তি না থাকায় কয়েক যুগ কাটিয়েছেন অন্যের বাড়িতে। তারই সহদোর বড় ভাই গীরন্দ্র তালুকদারের আশ্রয় মিলেছে ছত্রমপুর গুচ্ছ গ্রামে। একটি বোনও ছিল তাঁর। দীর্ঘদিন আগে বোনও ভারত চলে গেছেন। মহান মুক্তিযুদ্ধে বীরোচিত অবদানের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার বীর নিবাস বরাদ্দ পান মতিলাল। কিন্তু ঘর নির্মাণ করার বছর ঘুরতেই সামনের অংশ ভেঙে যায়। প্রত্যন্ত হাওরাঞ্চলে মতিলালের বীর নিবাসের তেমন কোনো খোঁজও রাখেননি সংশ্লিষ্টরা। 

ভাঙা ঘর উঁকি দিয়ে দেখছেন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীবীর নিবাসের ঘরে লাগানো নেমপ্লেটের তথ্যানুযায়ী দেখা যায় কাজটি বাস্তবায়ন করেন এলজিইডি। কোন অর্থ বছরে ঘরটি বরাদ্দ বা নির্মাণ করা হয়েছে নেমপ্লেটে এর কোনো তথ্যও দেওয়া হয়নি। এ বিষয়ে মদন এলজিইডি অফিসে বেশ কয়েক দিন ঘুরেও কোনো রকম তথ্য পাওয়া যায়নি। তবে ২০১৬-১৭ অর্থ বছরে মদন উপজেলায় এই বীর নিবাস প্রকল্পের বরাদ্দ হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। 

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা মতিলাল তালুকদার বলেন, ‘আমার বাবার কোনো জমি নেই। বড় ভাই থাকেন গুচ্ছগ্রামে। ১০ শতাংশ জমি কিনে ঘরের জন্য আবেদন করার পর ঘর পেয়েছি। তিন বছর আগে সরকার আমারে ঘর করে দিয়েছে। ঘরের দরজাগুলো ভালো করে লাগানো হয়নি তাই টিন দিয়ে কোনো রকম আটকে রাখছি। ঘরের কাজ ভালো হয়নি তাই নির্মাণ করার কিছুদিন পরেই সামনের অংশ ভেঙে পরে গেছে। এ বিষয়ে কেউ কোনো খোঁজ খবরও নেয়নি।’ 

জানতে চাইলে মদন উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া পিয়েল বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। বীর নিবাসের ভাঙা ঘরটির খোঁজ নিয়ে দেখব।’ 

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, ‘বীর নিবাসের ঘর ভেঙে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। তবে ভেঙে যাওয়ার ঘরটির খোঁজ নিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত