Ajker Patrika

৬ বছর পর ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলন, মিছিলে-স্লোগানে মুখরিত শহর

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১১: ৪২
৬ বছর পর ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলন, মিছিলে-স্লোগানে মুখরিত শহর

দীর্ঘ ছয় বছর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মিছিলে ও স্লোগানে মুখরিত হয় বিভাগীয় শহর ময়মনসিংহ। জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এ দুই ইউনিটের সম্মেলন ঘিরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে।

আজ শনিবার বেলা ১১টায় সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতা-কর্মীরা মনে করেন, সরকারের উন্নয়নের কারণেই সম্মেলনে মানুষের ব্যাপক উপস্থিতি।

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে মিছিলে মিছিলে মুখরিত হয় বিভাগীয় শহর ময়মনসিংহ। শহরের চারদিকের ১৩ উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের বর্ণাঢ্য মিছিল সার্কিট হাউস মাঠে প্রবেশ করতে দেখা যায়। মিছিলে-প্লাকার্ডে ফুটিয়ে তোলা হয় সরকারের নানা উন্নয়নের চিত্র। জামায়াত ও বিএনপিবিরোধী স্লোগান শোনা যায় নেতা-কর্মীদের মুখে মুখে। সম্মেলন ঘিরে শহরে সীমিত পরিমাণে চলছে রিকশা ও অটোরিকশা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ জানাতে সকাল থেকেই মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে ময়মনসিংহ শহর। ব্যাপক মানুষের সমাগমেই প্রমাণ করে বিএনপি-জামায়াতকে মানুষ কখনোই ক্ষমতায় দেখতে চায় না। সম্মেলনে কমপক্ষে ৫ লাখ মানুষের সমাগম হয়েছে।’

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, ‘সম্মেলন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলনের আশপাশে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলীয় কোনো গ্রুপিংয়ের মাধ্যমে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য নগরীজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে ২০০ পুলিশ সকাল থেকেই রয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

লাহোরে পাল্টা আঘাত হেনে পাকিস্তানকে জবাব দিল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত