Ajker Patrika

শেরপুরে মুদিদোকানির কাছে চাঁদা দাবির অভিযোগ, যুবদল নেতা বহিষ্কার

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০০: ৩৪
মো. হোসেন আলী। ছবি: সংগৃহীত
মো. হোসেন আলী। ছবি: সংগৃহীত

শেরপুরে দলীয় পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে এক ভুক্তভোগীর সংবাদ সম্মেলনের পর বহিষ্কার হয়েছেন জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলী (৩৫)।

আজ রোববার (১৩ জুলাই) যুবদলের কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। একই সঙ্গে বিজ্ঞপ্তিতে তাঁর বিরুদ্ধে বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজির সুস্পষ্ট অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আতারুল ইসলাম আতা বলেন, ‘দলীয় শৃঙ্খলা রক্ষায় কেন্দ্রীয় সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। হোসেন আলীর কর্মকাণ্ডে আমরা বারবার বিব্রত হয়েছি। বহুবার সতর্ক করেও কোনো ফল হয়নি। এ ধরনের পদক্ষেপ দলের ভাবমূর্তি রক্ষায় অত্যন্ত জরুরি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত