Ajker Patrika

নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
নালিতাবাড়ীতে যুবকের আত্মহত্যা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ওয়াসিম (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের পূর্ব সূর্যনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওয়াসিম সূর্যনগর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ওয়াসিম অন্যান্য দিনের মতো বাড়ির আশপাশে ঘোরাঘুরি করছিল। পরে দুপুরের কোন এক সময় নিজ ঘরের দরজা বন্ধ করে সে ফাঁসি নেয়। ওয়াসিমকে বাড়িতে দেখতে না পেয়ে তাঁর বড় ভাই ফারুক খোঁজাখুঁজির করে। খোঁজাখুঁজির একপর্যায়ে তাঁর বড় ভাই ঘরের জানালা ভেঙে তাকে ঘরের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখে। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, যুবক ওয়াসিমের নিহতের প্রকৃত কারণ জানা যায়নি। তবে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত