Ajker Patrika

চতুর্থ দিনের মতো মমেকের শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৩ মার্চ ২০২২, ১৫: ৪০
চতুর্থ দিনের মতো মমেকের শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস বর্জন

ময়মনসিংহ মেডিকেল কলেজের (মমেক) এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অপবাদের প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো ক্লাস বর্জন করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গত রোববার রাত থেকে লাগাতার ক্লাস বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়। গত সোমবার সকাল থেকে শিক্ষকেরা কোনো ক্লাস নেননি। তবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

শিক্ষার্থীরা জানান, ক্লাস না হওয়ায় তাঁদের অনেক ক্ষতি হলেও কোনো সমস্যা নেই। তবে শিক্ষকের অপবাদের বিচার হওয়া উচিত। এ ঘটনার সুষ্ঠু বিচার না হলে অন্য কোনো শিক্ষকও এমন অপবাদের শিকার হতে পারেন। 

মমেকের শিক্ষক ও সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনির হোসেন ভূঁইয়া বলেন, ‘ডা. আবুল কালাম আজাদের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হয়েছে, আমরা সেটি পরিষ্কারভাবে জানতে চাই। শুনেছি আজ বৃহস্পতিবার তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দেবে। তারা কাগজপত্র তৈরি করছে। তদন্ত কমিটির প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে আগামী শনিবার বসে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আশা করছি, অন্যায়ের সঠিক বিচার হবে।’

মমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ বলেন, ঘটনা তদন্তে পাঁচ সদস্যের টিম আজকে প্রতিবেদন দেবে। প্রতিবেদন পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৫৩ ব্যাচের এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সার্জারি ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত