ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
মানসিক ভারসাম্যহীন মো. সেলিম (৪০)। ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। অবশেষে ফেসবুকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রয় কেন্দ্রে সেলিমের ছবি দেখতে পান পরিবারের লোকজন। এরপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেখানে গিয়ে সেলিমকে পান। পরের দিন বুধবার পুলিশের সহায়তায় সেলিমকে অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মো. সেলিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের দরিদ্র হাসিম উদ্দিনের ছেলে। মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে আনার পর সেলিমের শরীরের বিভিন্ন স্থানে জখম ও তলপেটে দুপাশে কাটা দাগ দেখতে পান। সেলিমের পরিবারের অভিযোগ, আশ্রয় কেন্দ্রে সেলিমকে নির্যাতন করে কিডনি খুলে নেওয়া হয়েছে।
সেলিমের কিডনি খুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাঁকে দেখতে বাড়িতে ভিড় করছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামে সেলিমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেলিমকে দেখতে অনেক মানুষ ভিড় করেছে। লাল কাপড় পরিহিত কাউকে দেখলেই ভয়ে আঁতকে উঠছেন সেলিম মিয়া। ঠিকমতো হাঁটতে পারছেন না। তলপেটের দু’পাশে কাটা দাগ। ক্ষত এখনো ভালোমতো শুকায়নি।
সেলিমের মা রাবিয়া খাতুন বলেন, ‘আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু শরীরে কোনো দাগ ছিল না। পরিকল্পিতভাবে আমার ছেলেকে নির্যাতনের পর তলপেটের দু’পাশে কাটাছেঁড়া করে কিডনি খুলে নেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।’
স্ত্রী ফাতেমা বেগম (৩৫) বলেন, ‘আমার দুইটা মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে সোমাইয়া মণি সপ্তম শ্রেণিতে পড়ছে। পাগল হলেও তিনি আমার স্বামী। এখন তাঁর যে অবস্থা করেছে, মনে হয় আমার মেয়েরা এতিম হবে, আর আমি বিধবা হয়ে যাব!’
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘এমন একটি খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পরিবারের লোকজনকে তাঁর চিকিৎসা ও কিছু পরীক্ষার করার জন্য বলে দেওয়া হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে ঘটনাটা কী। এরপর অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা বিতর্কিত সমাজকর্মী মিল্টন সমাদ্দারকে জাল মৃত্যুসনদ দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মানবহিতৈষী ও সমাজসেবী চেহারার আড়ালে তিনি ভয়ংকর সব কর্মকাণ্ড চালান বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে এক শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মিল্টন সমাদ্দারের সংস্থার অপারেশন থিয়েটারের লাইসেন্স ছিল না। নিজের স্বাক্ষরেই বানাতেন মৃত্যুসনদ। তবে কিডনি–মানব পাচারের তথ্য মেলেনি বলে জানিয়েছে ডিবি।
মানসিক ভারসাম্যহীন মো. সেলিম (৪০)। ছয় মাস আগে বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাননি। অবশেষে ফেসবুকে মিল্টন সমাদ্দারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রয় কেন্দ্রে সেলিমের ছবি দেখতে পান পরিবারের লোকজন। এরপর গত মঙ্গলবার সেলিমের মা রাবিয়া, চাচাতো ভাই গ্রাম পুলিশ আব্দুর রশিদ সেখানে গিয়ে সেলিমকে পান। পরের দিন বুধবার পুলিশের সহায়তায় সেলিমকে অসুস্থ অবস্থায় সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
মো. সেলিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামের দরিদ্র হাসিম উদ্দিনের ছেলে। মিল্টন সমাদ্দারের আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে আনার পর সেলিমের শরীরের বিভিন্ন স্থানে জখম ও তলপেটে দুপাশে কাটা দাগ দেখতে পান। সেলিমের পরিবারের অভিযোগ, আশ্রয় কেন্দ্রে সেলিমকে নির্যাতন করে কিডনি খুলে নেওয়া হয়েছে।
সেলিমের কিডনি খুলে নেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা তাঁকে দেখতে বাড়িতে ভিড় করছেন।
আজ শনিবার দুপুরে উপজেলার বড়হিত ইউনিয়নের বৃপাচাশী গ্রামে সেলিমের বাড়িতে গিয়ে দেখা যায়, সেলিমকে দেখতে অনেক মানুষ ভিড় করেছে। লাল কাপড় পরিহিত কাউকে দেখলেই ভয়ে আঁতকে উঠছেন সেলিম মিয়া। ঠিকমতো হাঁটতে পারছেন না। তলপেটের দু’পাশে কাটা দাগ। ক্ষত এখনো ভালোমতো শুকায়নি।
সেলিমের মা রাবিয়া খাতুন বলেন, ‘আমার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল, কিন্তু শরীরে কোনো দাগ ছিল না। পরিকল্পিতভাবে আমার ছেলেকে নির্যাতনের পর তলপেটের দু’পাশে কাটাছেঁড়া করে কিডনি খুলে নেওয়া হয়েছে। আমরা এর বিচার চাই।’
স্ত্রী ফাতেমা বেগম (৩৫) বলেন, ‘আমার দুইটা মেয়ে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি। ছোট মেয়ে সোমাইয়া মণি সপ্তম শ্রেণিতে পড়ছে। পাগল হলেও তিনি আমার স্বামী। এখন তাঁর যে অবস্থা করেছে, মনে হয় আমার মেয়েরা এতিম হবে, আর আমি বিধবা হয়ে যাব!’
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, ‘এমন একটি খবর পেয়ে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। সেই সঙ্গে পরিবারের লোকজনকে তাঁর চিকিৎসা ও কিছু পরীক্ষার করার জন্য বলে দেওয়া হয়েছে। পরীক্ষার পর বোঝা যাবে ঘটনাটা কী। এরপর অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে’।
উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তোলা বিতর্কিত সমাজকর্মী মিল্টন সমাদ্দারকে জাল মৃত্যুসনদ দেওয়ার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মানবহিতৈষী ও সমাজসেবী চেহারার আড়ালে তিনি ভয়ংকর সব কর্মকাণ্ড চালান বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে এক শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল হয়েছে।
গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, মিল্টন সমাদ্দারের সংস্থার অপারেশন থিয়েটারের লাইসেন্স ছিল না। নিজের স্বাক্ষরেই বানাতেন মৃত্যুসনদ। তবে কিডনি–মানব পাচারের তথ্য মেলেনি বলে জানিয়েছে ডিবি।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৪ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৪ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে