Ajker Patrika

নারীর গোসলের ছবি পোস্টারিং করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

প্রতিনিধি, সরিষাবাড়ী (জামালপুর)
নারীর গোসলের ছবি পোস্টারিং করায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, কাঠমিস্ত্রি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের ফুলদহ গ্রামের মোসাহেব আলীর ছেলে রফিকুল ইসলাম বিভিন্ন এলাকায় কাঠমিস্ত্রির কাজ করেন। এরই ধারাবাহিকতায় এক বাড়িতে কাজ করতে গিয়ে এক নারীর সঙ্গে পরিচয় হয়। কাজের সুবাদে বেশ কয়েকবার তাঁদের মধ্যে মোবাইল ফোনে কথাও হয়। এর কিছুদিন পর গোসলখানায় গোসল করার সময় কৌশলে ওই নারীর কিছু ছবি তোলে রফিকুল। পরে ওই ছবিগুলো বিকৃত করে ওই নারীর ইমোতে পাঠিয়ে দেয়। 

একপর্যায়ে রফিকুল ওই নারীকে অনৈতিক প্রস্তাবও দেয়। পরে তাঁর বিকৃত ছবিগুলো ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করে রফিকুল। টাকা দিতে রাজি না হওয়ায় রফিকুল ওই ছবিগুলো ছোট পোস্টার আকারে ওই নারীর গ্রামের বিভিন্ন স্থানে ছড়িয়ে দেয়। 

বিষয়টি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে ওই নারী সরিষাবাড়ী থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। পরে সরিষাবাড়ী থানা-পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতেই ভাটারা ইউনিয়নের গাবতলী বাজার থেকে রফিকুল ইসলামকে আটক করা হয়। 

এ প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এস আই) আরিফুল ইসলাম জানান, অভিযোগকারীর ছবি বিকৃত করে ছোট পোস্টার আকারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে রফিকুলকে আটক করে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধান: ভারতীয় দুই কোম্পানির ব্যাংক গ্যারান্টি প্রত্যাহার করল বাংলাদেশ

মহিলা মাদ্রাসা থেকে দুই শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত