Ajker Patrika

নেত্রকোনায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২ 

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২, আহত ২ 

নেত্রকোনায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। ঘটনার পর পিকআপের চালক শিপনকে আটক করেছে পুলিশ। তবে অটোরিকশা চালক পলাতক রয়েছেন। 

আজ সোমবার সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা সদরের কান্দুলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, সদর উপজেলার গোবিন্দপুর এলাকার রবিন সরকারের ছেলে রমেশ সরকার (৪৮) ও বারহাট্টা উপজেলার মনাস গ্রামের তুলসী দাসের ছেলে আরাধন দাস (৩৬। আহতরা হলেন, ঠাকুরাকোনা গ্রামের জেসমিন ও মুক্তা। আটক পিকআপ চালক শিপন জেলা সদরের ঠাকুরাকোনা এলাকার বর্মন পাড়ার বাসিন্দা। 

পিকআপের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় সিএনজিচালিত অটোরিকশা। ছবি: আজকের পত্রিকাপুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহনগঞ্জগামী মাছ বহনকারী পিকআপটি সকালে জেলা শহরের অদূরে নেত্রকোনা শহরগামী যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির এক যাত্রী ঘটনাস্থলে মারা যায়। পরে অপর যাত্রী হাসপাতালে নেওয়ার পর মারা যায়। অপর দুই যাত্রী ঠাকুরাকোনা এলাকার জেসমিন ও মুক্তা গুরুতর আহত হয়। তাদের নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, ‘লাশ দুটির সুরতহাল রিপোর্ট শেষ করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

জম্মু-কাশ্মীরে ধ্বংস করা হলো ৪৪ হাজার কেজি রসগোল্লা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত