Ajker Patrika

জামালপুরে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ ৩ জন গ্রেপ্তার

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ৪২
জামালপুরে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ ৩ জন গ্রেপ্তার

জামালপুরে অভিযান চালিয়ে ভুয়া পুলিশ উপপরিদর্শকসহ তিনজনকে আটক করেছে সদর থানা–পুলিশ। গোপন সংবাদে ভিত্তিতে শহরের স্টেশন রোড থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি পাসপোর্ট, এনআইডি কার্ডসহ চাবির রিং উদ্ধার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহব্বত কবীর বিষয়টি নিশ্চিত করেছেন। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গাইবান্ধা জেলার হাট সাঘাটা উপজেলার বরতখালী গ্রামের বাসিন্দা জাকির হোসেন ইমন চৌধুরী (৪০), একই জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের বাসিন্দা সোহেল রানা (২২) এবং হবিগঞ্জ জেলার রাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সারফিন আহমেদ তানভির (২৫)।

ওসি মো. মুহব্বত কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে শহরের স্টেশন রোডে আবাসিক হোটেলে রুম ভাড়া নিয়ে তিন পুলিশ অবস্থান করছেন। এতে সন্দেহ হলে আমরা তাদের আটক করি। পরে জিজ্ঞাসাবাদে প্রমাণ হয় তারা কোনো পুলিশ কর্মকর্তা ও কনস্টেবল না।

‘ভুয়া পুলিশ সেজে কোনো অপকর্ম করতে এখানে এসেছে। এ সময় তাদের কাছ থেকে পুলিশের পোশাক, একটি পাসপোর্ট, এনআইডি কার্ডসহ চাবির রিং উদ্ধার করা হয়।’ 

তিনি বলেন, ‘আটকদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাদের জামালপুরের আদালতে সোপর্দ করলে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নিজের প্রস্রাব পান করে ‘আশিকি’ অভিনেত্রী অনু আগারওয়াল বললেন, ‘আহা অমৃত’

মে. জে. ফজলুরের সেভেন সিস্টার্স দখলের মন্তব্য সমর্থন করে না সরকার: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

ভারত-বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত