ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ দর্শক। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছমহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে ‘বরবাদ’ সিনেমা চলছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া শোতে ডিসি, বেলকনি ও প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়। কিন্তু সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমার মাঝপথে প্রদর্শন থেমে যায়। বেশ কিছু সময় নিয়ে যান্ত্রিক ত্রুটি ঠিক করতে না পারায় সাড়ে ৮টার দিকে দর্শক হলের ভেতরে ভাঙচুর শুরু করে।
রাত ৯টা পর্যন্ত সিনেমা হলে বসার বেঞ্চ, চেয়ার, টিকিট বিক্রির কক্ষে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শক। পরে পোস্টার ছিঁড়ে হলের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় একদল যুবক ধাওয়া দিলে হল এলাকা ত্যাগ করে বিক্ষুব্ধ দর্শক। রাতে সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় দর্শক ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।
খবর পেয়ে সিনেমা হলে গেলে হলের পরিচালক হারুনুর রশিদকে পাওয়া যায়নি। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বিশ্রামে রয়েছেন বলে জানান হলটির শ্রমিকেরা।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সিনেমা চলার সময় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে না পারায় কর্তৃপক্ষ বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়। কিন্তু বাইরে কলাপসিবল গেটে তালা দেখে দর্শক বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে প্রদর্শনীতে বিঘ্ন ঘটায় সিনেমা হলে ভাঙচুরের পর আগুন দিয়েছে বিক্ষুব্ধ দর্শক। গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈশ্বরগঞ্জ পৌর বাজারের মাছমহালে সোনালী টকিজ সিনেমা হলে ঈদ উপলক্ষে ‘বরবাদ’ সিনেমা চলছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া শোতে ডিসি, বেলকনি ও প্রথম শ্রেণির টিকিট বিক্রি হয়। কিন্তু সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটির কারণে সিনেমার মাঝপথে প্রদর্শন থেমে যায়। বেশ কিছু সময় নিয়ে যান্ত্রিক ত্রুটি ঠিক করতে না পারায় সাড়ে ৮টার দিকে দর্শক হলের ভেতরে ভাঙচুর শুরু করে।
রাত ৯টা পর্যন্ত সিনেমা হলে বসার বেঞ্চ, চেয়ার, টিকিট বিক্রির কক্ষে ভাঙচুর চালায় ক্ষুব্ধ দর্শক। পরে পোস্টার ছিঁড়ে হলের নিচতলায় আগুন ধরিয়ে দেয়। এ সময় স্থানীয় একদল যুবক ধাওয়া দিলে হল এলাকা ত্যাগ করে বিক্ষুব্ধ দর্শক। রাতে সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, যান্ত্রিক ত্রুটির সময় হল কর্তৃপক্ষ কলাপসিবল গেটে তালা দিয়ে চলে যাওয়ায় দর্শক ক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।
খবর পেয়ে সিনেমা হলে গেলে হলের পরিচালক হারুনুর রশিদকে পাওয়া যায়নি। তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বিশ্রামে রয়েছেন বলে জানান হলটির শ্রমিকেরা।
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস আজকের পত্রিকাকে বলেন, ‘সিনেমা চলার সময় সাউন্ড সিস্টেমে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সেটি মেরামত করতে না পারায় কর্তৃপক্ষ বাইরে থেকে সাউন্ড সিস্টেম ভাড়া করে আনতে যায়। কিন্তু বাইরে কলাপসিবল গেটে তালা দেখে দর্শক বিক্ষুব্ধ হয়ে ভাঙচুর চালায়।’
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
২ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে