Ajker Patrika

শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ায় তদন্ত কমিটি গঠন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
শিক্ষার্থীকে ৪ ডোজ টিকা দেওয়ায় তদন্ত কমিটি গঠন

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে পর পর ৪ ডোজ টিকা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার বিকেলে নেত্রকোনা সিভিল সার্জন ডাক্তার মো. সেলিম মিয়া তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। 

কমিটির প্রধান হিসেবে নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের ডাক্তার অভিজিত লোহকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মেডিকেল অফিসার ডা. উত্তম কুমার পাল ও ইপিআই তত্ত্বাবধায়ক মজিবুর রহমানকে সদস্য করা হয়েছে। এদিকে শিক্ষার্থীর শারীরিক অবস্থা উন্নতি হলেও পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক কাটেনি। 

শিক্ষার্থীর মা রাজিয়া সুলতানা বলেন, ‘আগের তুলনায় আমার মেয়ে কিছুটা সুস্থ আছে। তবে পরবর্তীতে এর জন্য কোনো সমস্যা হয় কি না এ নিয়ে দুশ্চিন্তায় আছি। এ ঘটনায় বিচার চেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর লিখিত অভিযোগ দায়ের করব।’ 

নেত্রকোনা সিভিল সার্জন ডা. মো. সেলিম মিয়া জানান, পর পর একই ব্যক্তিকে একসঙ্গে চার ডোজ টিকা দেওয়ার কোনো সুযোগ নেই। মদনের এক শিক্ষার্থী কে ৪ ডোজ টিকা দেওয়ার অভিযোগে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত