Ajker Patrika

দেশসেরা শিক্ষার্থীর পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের অনন্যা

ময়মনসিংহ প্রতিনিধি
দেশসেরা শিক্ষার্থীর পুরস্কার পাচ্ছে ময়মনসিংহের অনন্যা

ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী অনুপমা শারমিন অনন্যা ২০২২-এর দেশসেরা শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। আগামীকাল মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে পুরস্কার গ্রহণ করবে সে। 

অনুপমা শারমিনের ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালামের মেয়ে। সে শিশু একাডেমি থেকে ৩ বছরের সংগীত কোর্স, জেলা শিল্পকলা একাডেমি থেকে ৪ বছরের সংগীত কোর্স সমাপ্ত করেছে। 

অনুপমা শারমিনের বাবা আব্দুস সালাম বলেন, আমার মেয়ে ২০১৮ সালে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় সারা দেশে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পায়। ২০১৯ সালে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ইভেন্টে সারা দেশে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক অর্জন করে। এবার বিভিন্ন ধাপ পেরিয়ে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। 

এ বিষয়ে ময়মনসিংহ বিদ্যাময়ী সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, ‘অনুপমা শারমিন খুবই মেধাবী। যেকোনো কাজেই সে সব সময়ই এগিয়ে থাকত। এ বছর সেরা শিক্ষার্থী হয়ে পুরস্কার পাচ্ছে। এটাতো আমাদের জন্য গর্বের কথা।’ 

উল্লেখ্য, শিশুকাল থেকেই কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর সঙ্গে জড়িত থেকে বিটিভিতে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছে অনন্যা। এ ছাড়া ছোট বয়সে বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছে সে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত