হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ছাত্র।
আজ বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দরিনগুয়া মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার তদন্ত (পরিদর্শক) আবুল হাসেম।
নিহত তামিম উপজেলার নড়াইল ইউনিয়নের খরমা এলাকার মুজিবুর রহমান এমএলের ছেলে। তামিমের এ বছর খরমা এলাকার খরমা বি কে কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আহতেরা একই ইউনিয়নের বাঘমার এলাকার দুদু মিয়ার ছেলে রাতুল (১৬) ও একই এলাকার জয়নাল আবেদিনের পুত্র লিটন (১৬)। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, তামিমসহ তিন বন্ধু মিলে বুধবার বিকেলে মোটরসাইকেলে খরমা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ধারা এলাকার দরিনগুয়া এলাকার মিলগেট স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে থাকা একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা থামালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটেকে সড়কের মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুহূর্তে চলে আসায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পৃষ্ট করে চলে যায়।
ঘটনাস্থলে তামিম মারা যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠান চিকিৎসক।
খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, তামিম এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত দুজনকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল দুর্ঘটনায় তামিম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই ছাত্র।
আজ বুধবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের দরিনগুয়া মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট থানার তদন্ত (পরিদর্শক) আবুল হাসেম।
নিহত তামিম উপজেলার নড়াইল ইউনিয়নের খরমা এলাকার মুজিবুর রহমান এমএলের ছেলে। তামিমের এ বছর খরমা এলাকার খরমা বি কে কে উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।
আহতেরা একই ইউনিয়নের বাঘমার এলাকার দুদু মিয়ার ছেলে রাতুল (১৬) ও একই এলাকার জয়নাল আবেদিনের পুত্র লিটন (১৬)। তাদের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, তামিমসহ তিন বন্ধু মিলে বুধবার বিকেলে মোটরসাইকেলে খরমা থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। এ সময় ধারা এলাকার দরিনগুয়া এলাকার মিলগেট স্থানে পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে থাকা একটি অটোরিকশা যাত্রী তোলার জন্য আচমকা থামালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগলে তিনজনই ছিটেকে সড়কের মাঝে পড়ে যায়। এ সময় পেছন থেকে হালুয়াঘাটগামী একটি সিএনজিচালিত অটোরিকশা মুহূর্তে চলে আসায় নিয়ন্ত্রণ না রাখতে পেরে তাদের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে পৃষ্ট করে চলে যায়।
ঘটনাস্থলে তামিম মারা যায়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মমেক হাসপাতালে পাঠান চিকিৎসক।
খরমা বি কে কে উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন, তামিম এসএসসি পরীক্ষার্থী ছিল। আহত দুজনকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক আবুল হাসেম জানান, খবর পেয়ে পুলিশের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গত ২৮ জুলাই নাট্যকলা বিভাগের শিক্ষক নিয়োগের লিখিত, মৌখিক ও প্রেজেন্টেশন পরীক্ষায় তারা উত্তীর্ণ হন। পরে নিয়ম অনুযায়ী ডোপ টেস্টে অংশ নিলে দুজনের শরীরে গাঁজা জাতীয় মাদকের উপস্থিতি মেলে।
২ মিনিট আগেমুফিজুল হক সিকদার দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। শুক্রবার (৮ আগস্ট) আসরের নামাজের পর রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ফতেহনগর গ্রামের ফতেহ মোহাম্মদ সিকদার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
৬ মিনিট আগেসুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থীসহ ৩ জনের প্রাণ কেড়ে নেওয়া ঘাতক বাসচালককে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব। বৃহস্পতিবার দিবাগত রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জাকির আলম (৩৫) সিলেটের বিশ্বনাথের...
১ ঘণ্টা আগেমাদারীপুর সদর, রাজৈর, কালকিনি, শিবচর ও ডাসার উপজেলায় কাগজে-কলমে ১৭টি নদনদী থাকলেও বর্তমানে দৃশ্যমান ১০টি। এর মধ্যে পদ্মা, পালরদী, আড়িয়াল খাঁ, ময়নাকাটা, বিষারকান্দি ও কুমার নদ উল্লেখযোগ্য। এসব নদনদী ঘিরে জেলার ৫ উপজেলায় ৩৪টি স্লুইস গেট নির্মাণ করা হয়েছিল। এর মধ্যে ২৯টি পুরোপুরি অকেজো, আর বাকি ৫টিও
১ ঘণ্টা আগে