জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার কিনতে এসে পাচ্ছেন না। সাত দিন ধরে এ অবস্থা চলছে। আজ সোমবার নান্দিনা বাজারে ডিলারের দোকানে এসে সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বেলা ১০টার দিকে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কৃষকেরা বিক্ষোভ করেন।
অবরোধের খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক জিয়াউল হক জানান, সাত দিন ধরে ঘুরছেন। কোনো ডিলারের কাছে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেওয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলারেরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে।
আজ নান্দিনা বাজারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা। কৃষকেরা সার নিতে আসলে সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছেন না, ডিলারেরা তাঁদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিয়ে দেওয়া হয়। ঘোড়াকান্দা এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, ‘প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। আমরা কৃষকেরা দ্রুত খোলা মাঠে সার দেওয়ার দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলী বলেন, ‘সার আসতে কিছু সময় লাগছে। গতকাল সার এসেছে, আজ দিচ্ছি। বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা সংবাদ পেয়ে গোণ্ডগোল সৃষ্টি করছে।’
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরাণ বলেন, ‘এরই মধ্যে বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেওয়ার জন্য। আজ রানাগাছায় সার বিতরণ শুরু হবে।’
জামালপুর সদর উপজেলার নান্দিনায় সার না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকেরা। তাঁদের অভিযোগ, সার কিনতে এসে পাচ্ছেন না। সাত দিন ধরে এ অবস্থা চলছে। আজ সোমবার নান্দিনা বাজারে ডিলারের দোকানে এসে সার না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বেলা ১০টার দিকে নান্দিনা বাজার এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে কৃষকেরা বিক্ষোভ করেন।
অবরোধের খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে যান। কৃষকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করেন।
লক্ষ্মীরচর ইউনিয়নের কৃষক জিয়াউল হক জানান, সাত দিন ধরে ঘুরছেন। কোনো ডিলারের কাছে সার পাচ্ছেন না। কৃষি অফিসের কর্মকর্তারা না এলে সার দেওয়া হবে না বলে টালবাহানা করছেন ডিলারেরা। বাধ্য হয়ে বাইরে থেকে বেশি দামে সার কিনতে হচ্ছে।
আজ নান্দিনা বাজারে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ডিলার মেসার্স শাহজাহান অ্যান্ড ব্রাদার্স থেকে সার বিক্রি করার কথা। কৃষকেরা সার নিতে আসলে সার না পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন।
কৃষকদের অভিযোগ, খোলা বাজারে সার পাচ্ছেন না, ডিলারেরা তাঁদের বন্ধু-বান্ধবদের মাধ্যমে রাতের আঁধারে সার দিয়ে দেওয়া হয়। ঘোড়াকান্দা এলাকার কৃষক সাইদুর রহমান বলেন, ‘প্রচণ্ড খরায় এমনিতেই আবাদ পিছিয়ে গেছে। সার না পেলে না খেয়ে থাকতে হবে। আমরা কৃষকেরা দ্রুত খোলা মাঠে সার দেওয়ার দাবি জানাই।’
এ ব্যাপারে জানতে চাইলে নান্দিনা বাজারের ডিলার হায়দার আলী বলেন, ‘সার আসতে কিছু সময় লাগছে। গতকাল সার এসেছে, আজ দিচ্ছি। বিভিন্ন এলাকা থেকে কৃষকেরা সংবাদ পেয়ে গোণ্ডগোল সৃষ্টি করছে।’
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটুস লরেন্স চিরাণ বলেন, ‘এরই মধ্যে বিসিআইসির ডিলার সবাইকে নির্দেশনা দিয়েছি প্রান্তিক কৃষকদের সার পৌঁছে দেওয়ার জন্য। আজ রানাগাছায় সার বিতরণ শুরু হবে।’
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৩৯ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
৪৩ মিনিট আগে