Ajker Patrika

ভালুকায় চলতি মাসের বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

প্রতিনিধি, ভালুকা, (ময়মনসিংহ)
ভালুকায় চলতি মাসের বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামে চলতি মাসের বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন ওরিয়ন নীট টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা। আজ রোববার সকালে মিল গেটে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। খবর পেয়ে শিল্প পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শ্রমিক সূত্রে জানা যায়, তাঁরা ওই কারখানায় নারী-পুরুষ মিলে প্রায় এক হাজার ৫০০ শ্রমিক কাজ করেন। চলতি মাসের অর্ধেক সময় তাঁরা কাজ করেছেন। তাই চলতি মাসের অর্ধেক বেতন দেওয়ার জন্য তাঁরা মিল কর্তৃপক্ষের কাছে দাবি করে গতকাল শনিবার বিকেলে মিল গেটে বিক্ষোভ করেন শ্রমিকেরা। পরে দাবির বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ তাঁদের ছুটি দিয়ে দেন। 

আজ সকালে তাঁরা মিল গেটে গিয়ে কারখানার মূল ফটক তালাবদ্ধ দেখেন। এর সঙ্গে ২৬ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণার নোটিশ টানিয়ে দেওয়া হয়। এরপর তাঁরা বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ এসে দাবির বিষয়ে আশ্বাস দিলে তাঁরা বিক্ষোভ প্রত্যাহার করেন।

মিলের অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেন জানান, শ্রমিকেরা চলতি মাসের ১৫ দিনের বেতন দাবি করেছিলেন। কিন্তু সরকারিভাবে সিদ্ধান্ত না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। 

শিল্প পুলিশ-৫ ময়মনসিংহ এর এ এস পি কাজি সাইদুর রহামান জানান, ওরিয়ন নীট টেক্সটাইল মিলে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে তাঁরা মিল গেটে গিয়ে শ্রমিকদের শান্ত করেন। মিল গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত