দোলন বিশ্বাস
ইসলামপুর (জামালপুর): একই নামে এক জেলায় অথবা উপজেলাতে একাধিক গ্রাম থাকতে পারে। তাই বলে ২৪টি গ্রামের নাম প্রায় একই হবে! এ ঘটনাটি জেলা কিংবা উপজেলাতে নয়। তাও আবার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে! হ্যাঁ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ২৪টি গ্রামের সঙ্গে যুক্ত আছে ‘নাপিতেরচর’ নামটি। পাশাপাশি ২৪টি গ্রামের নাম একই রকম হওয়ায় ওই এলাকায় আগন্তুকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে গ্রামগুলোর এমন নামের পেছনের ইতিহাস জানা সম্ভব হয়নি।
জামালপুর শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে এবং ইসলামপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-উত্তরে নাপিতেরচর গ্রাম। আর এই গ্রামটির আশপাশ ঘিরেই রয়েছে প্রায় একই নামের বাকি গ্রামগুলো। গ্রামগুলো হলো, বলিদাপাড়া নাপিতেরচর, নতুন বলিদাপাড়া নাপিতেরচর, বাজারীপাড়া নাপিতেরচর, সুতারপাড়া নাপিতেরচর, আগুনেরচর নাপিতেরচর, নতুন আগুনেরচর নাপিতেরচর, সরকারপাড়া নাপিতেরচর, শাহপাড়া নাপিতেরচর, নতুন শাহপাড়া নাপিতেরচর, মণ্ডলপাড়া নাপিতেরচর, ব্যাপারীপাড়া নাপিতেরচর, মরাবন নাপিতেরচর, ডাকপাড়া নাপিতেরচর, গুচ্ছগ্রাম নাপিতেরচর, টেংরাকুড়া মরদাংগিরচর নাপিতেরচর, নাপিতেরচর মরাকান্দি, নাপিতেরচর মরাকান্দি পোড়াবাড়ী, নাপিতেরচর মরাকান্দি টুংরাপাড়া, নাপিতেরচর মরাকান্দি টেগুরিয়া, নাপিতেরচর মরাকান্দি হাজিপট্টী, নাপিতেরচর মরাকান্দি উত্তরবাড়ী, নাপিতেরচর মরাকান্দি মালপাড়া, চামারবাড়ী নাপিতেরচর এবং নাপিতেরচর মরাকান্দি মানিকনগর।
এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, ২৪টি গ্রাম কীভাবে একই নামে হয়েছে তা জানি না। তবে অনেক অপরিচিত মানুষকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন কেউ নাপিতেরচরের সংযুক্ত কোনো গ্রামে আসতে চাইলে তাকে প্রথমে নাপিতেরচর গ্রামের নামেই আসতে হয়। এখানে এসে নির্ধারিত উপ-গ্রামের নাম বলতে পারলে গন্তব্যে যেতে সহজ হয়। অন্যথায় পড়তে হয় মহা বিপাকে।
জানা গেছে, নাপিতেরচরযুক্ত নামে ২৪টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এই ২৪টি গ্রামে রয়েছে মোট ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি ইবতেদায়ি মাদ্রাসা, আটটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, একটি ওয়ার্ডে ২৪টি গ্রামের নাম প্রায় একইরকম হওয়া আমাদের কাছে কোনো সমস্যা নয়। বরং এটা আমাদের সম্প্রীতির ঐতিহ্য বহন করে। তবে নামকরণের পেছনের ইতিহাস তিনিও জানেন না।
ইসলামপুর (জামালপুর): একই নামে এক জেলায় অথবা উপজেলাতে একাধিক গ্রাম থাকতে পারে। তাই বলে ২৪টি গ্রামের নাম প্রায় একই হবে! এ ঘটনাটি জেলা কিংবা উপজেলাতে নয়। তাও আবার একটি ইউনিয়নের একটি ওয়ার্ডে! হ্যাঁ জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের সাবেক ২ নং ওয়ার্ডের ২৪টি গ্রামের সঙ্গে যুক্ত আছে ‘নাপিতেরচর’ নামটি। পাশাপাশি ২৪টি গ্রামের নাম একই রকম হওয়ায় ওই এলাকায় আগন্তুকদের বিড়ম্বনায় পড়তে হয়। তবে গ্রামগুলোর এমন নামের পেছনের ইতিহাস জানা সম্ভব হয়নি।
জামালপুর শহর থেকে ৩০ কিলোমিটার পশ্চিম-উত্তর দিকে এবং ইসলামপুর উপজেলা সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার পূর্ব-উত্তরে নাপিতেরচর গ্রাম। আর এই গ্রামটির আশপাশ ঘিরেই রয়েছে প্রায় একই নামের বাকি গ্রামগুলো। গ্রামগুলো হলো, বলিদাপাড়া নাপিতেরচর, নতুন বলিদাপাড়া নাপিতেরচর, বাজারীপাড়া নাপিতেরচর, সুতারপাড়া নাপিতেরচর, আগুনেরচর নাপিতেরচর, নতুন আগুনেরচর নাপিতেরচর, সরকারপাড়া নাপিতেরচর, শাহপাড়া নাপিতেরচর, নতুন শাহপাড়া নাপিতেরচর, মণ্ডলপাড়া নাপিতেরচর, ব্যাপারীপাড়া নাপিতেরচর, মরাবন নাপিতেরচর, ডাকপাড়া নাপিতেরচর, গুচ্ছগ্রাম নাপিতেরচর, টেংরাকুড়া মরদাংগিরচর নাপিতেরচর, নাপিতেরচর মরাকান্দি, নাপিতেরচর মরাকান্দি পোড়াবাড়ী, নাপিতেরচর মরাকান্দি টুংরাপাড়া, নাপিতেরচর মরাকান্দি টেগুরিয়া, নাপিতেরচর মরাকান্দি হাজিপট্টী, নাপিতেরচর মরাকান্দি উত্তরবাড়ী, নাপিতেরচর মরাকান্দি মালপাড়া, চামারবাড়ী নাপিতেরচর এবং নাপিতেরচর মরাকান্দি মানিকনগর।
এ বিষয়ে স্থানীয় প্রবীণরা জানান, ২৪টি গ্রাম কীভাবে একই নামে হয়েছে তা জানি না। তবে অনেক অপরিচিত মানুষকে এ কারণে বিড়ম্বনায় পড়তে হয়। নতুন কেউ নাপিতেরচরের সংযুক্ত কোনো গ্রামে আসতে চাইলে তাকে প্রথমে নাপিতেরচর গ্রামের নামেই আসতে হয়। এখানে এসে নির্ধারিত উপ-গ্রামের নাম বলতে পারলে গন্তব্যে যেতে সহজ হয়। অন্যথায় পড়তে হয় মহা বিপাকে।
জানা গেছে, নাপিতেরচরযুক্ত নামে ২৪টি গ্রামে প্রায় ২২ হাজার মানুষের বসবাস। এই ২৪টি গ্রামে রয়েছে মোট ছয়টি প্রাথমিক বিদ্যালয়, দুটি উচ্চ বিদ্যালয়, একটি দাখিল মাদ্রাসা, একটি ইবতেদায়ি মাদ্রাসা, আটটি হাফেজিয়া মাদ্রাসা ও একটি মহিলা হাফেজিয়া মাদ্রাসা।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী জানান, একটি ওয়ার্ডে ২৪টি গ্রামের নাম প্রায় একইরকম হওয়া আমাদের কাছে কোনো সমস্যা নয়। বরং এটা আমাদের সম্প্রীতির ঐতিহ্য বহন করে। তবে নামকরণের পেছনের ইতিহাস তিনিও জানেন না।
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে