Ajker Patrika

 ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২: ৩২
 ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

দুই মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. তাজুল ইসলাম তাজু (৩৮) নামে এক সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, ৬টি মোবাইল, আগ্নেয়াস্ত্রের ৯টি বিভিন্ন অংশ এবং নগদ দেড় লাখ টাকা জব্দ করা হয়। 

গতকাল শনিবার রাতে ময়মনসিংহ র‍্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম তাজু নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। 

র‍্যাব কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার ভোরে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এ বিষয়ে র‍্যাব-১৪-এর সহকারী পুলিশ সুপার মো. বেলায়েত হোসাইন জানান, অস্ত্র আইনে পৃথক দুটি মামলায় ১০ বছর এবং ৭ বছর সাজাপ্রাপ্ত এক আসামি দীর্ঘ এক বছর পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. তাজুল ইসলাম তাজু শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা, সীমান্তে চোরাকারবারি, হত্যাচেষ্টা, ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটির এফডিআর, স্থায়ী বরখাস্ত হচ্ছেন বিটিআরসির আমজাদ

ভারতে ইসলাম থাকবে, মানিয়ে নিতে শিখুন: আরএসএস প্রধান

পঞ্চগড়ের তেঁতুলিয়া: ব্যাংকে লুকিয়ে থেকে রাতে ম্যানেজারকে ফোন করল ‘চোর’

সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ, দুপুরে মাটি খুঁড়ে মিলল নারীর গলাকাটা লাশ

মামলায় ‘অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র ও প্ররোচনার’ অভিযোগ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত