Ajker Patrika

গজারিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাকচালক নিহত

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
গজারিয়ায় কাভার্ডভ্যানের চাপায় ট্রাকচালক নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা সেতুর ঢালে কাভার্ডভ্যানের চাপায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন নিহত চালকের সহকারী। 

আজ সোমবার ভোর ৬টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার জামালদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক হলেন শহিদুল ইসলাম (৩৫)। তিনি বরগুনার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। আহত চালকের সহকারী হলেন জাকির হোসেন (৫০), তাঁর পরিচয় বিস্তারিত জানা যায়নি। 

ট্রাক চালক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ এস এম রাশেদুল ইসলাম। তিনি বলেন, কাভার্ডভ্যান ও ট্রাকটি জব্দ করা রয়েছে। কাভার্ডভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাশেদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ট্রাকে মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চালক শহীদুল। পথিমধ্যে চাকা নষ্ট হয়ে গেলে ট্রাক থামিয়ে চাকা মেরামত করছিলেন তিনি ও তাঁর সহকারী। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাঁদেরকে চাপা দিলে ঘটনাস্থলেই শহিদুল মারা যান। গুরুতর অবস্থায় তাঁর সহকারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত