গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে গরমে নাকাল জনজীবন। এর সঙ্গে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় এখন রোগী বেশি। শিশু ওয়ার্ডের মেঝে, বারান্দা-সবখানেই রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. মনিরুল ইসলাম জানান, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে শিশুসহ মোট ১১০ রোগী ভর্তি রয়েছে। দু-তিনজন নিউমোনিয়ার রোগী আছে।
বাচ্চার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসা মুস্তাফিজুর রহমান নামের একজন বলেন, ‘প্রচণ্ড ভ্যাপসা গরম পড়ছে। গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমার শিশু অসুস্থ। সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে এসেছি। বড়দের চেয়ে শিশু রোগী বেশি দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোগী আসছে। অতিরিক্ত ভিড়ের কারণে টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
আরেক অভিভাবক মো. জুয়েল রানা বলেন, ‘আমার ছোট শিশু গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। অনেকে সর্দি-জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এখানে বেডের সংখ্যা কম কিন্তু রোগী অনেক বেশি।’
স্থানীয় পল্লিচিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, তাঁদের কাছেও প্রতিদিন রোগী আসছে। যাদের অধিকাংশ শিশু। বড়রাও আসছেন সর্দি-জ্বর নিয়ে।
এ নিয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী আজকের পত্রিকাকে জানান, ৫০ শয্যার হাসপাতাল ১১০ রোগী ভর্তি রয়েছে। শিশু রোগী বেশি। রোগী বেশি হওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। তিনি গরমে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।
মেহেরপুরের গাংনীতে গরমে নাকাল জনজীবন। এর সঙ্গে বাড়তে শুরু করেছে বিভিন্ন রোগ। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যার তুলনায় দ্বিগুণ রোগী ভর্তি রয়েছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে, অন্য সময়ের তুলনায় এখন রোগী বেশি। শিশু ওয়ার্ডের মেঝে, বারান্দা-সবখানেই রোগী। স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মো. মনিরুল ইসলাম জানান, ৫০ শয্যার এ হাসপাতালে বর্তমানে শিশুসহ মোট ১১০ রোগী ভর্তি রয়েছে। দু-তিনজন নিউমোনিয়ার রোগী আছে।
বাচ্চার চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে আসা মুস্তাফিজুর রহমান নামের একজন বলেন, ‘প্রচণ্ড ভ্যাপসা গরম পড়ছে। গরমের কারণে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। আমার শিশু অসুস্থ। সর্দি-জ্বর নিয়ে হাসপাতালে এসেছি। বড়দের চেয়ে শিশু রোগী বেশি দেখা যাচ্ছে। উপজেলার বিভিন্ন গ্রাম থেকে রোগী আসছে। অতিরিক্ত ভিড়ের কারণে টিকিটের জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
আরেক অভিভাবক মো. জুয়েল রানা বলেন, ‘আমার ছোট শিশু গরমে অসুস্থ হয়ে পড়েছে। তাই হাসপাতালে নিয়ে এসেছি। অনেকে সর্দি-জ্বর, ডায়রিয়াসহ বিভিন্ন রোগ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এখানে বেডের সংখ্যা কম কিন্তু রোগী অনেক বেশি।’
স্থানীয় পল্লিচিকিৎসক মো. কামরুল ইসলাম জানান, তাঁদের কাছেও প্রতিদিন রোগী আসছে। যাদের অধিকাংশ শিশু। বড়রাও আসছেন সর্দি-জ্বর নিয়ে।
এ নিয়ে কথা হলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী আজকের পত্রিকাকে জানান, ৫০ শয্যার হাসপাতাল ১১০ রোগী ভর্তি রয়েছে। শিশু রোগী বেশি। রোগী বেশি হওয়ায় সেবা দিতে একটু হিমশিম খেতে হচ্ছে। তিনি গরমে অপ্রয়োজনে বাইরে বের না হওয়ার পরামর্শ দেন।
বৃষ্টির কারণে জলাবদ্ধতায় নোয়াখালীর ৯টি উপজেলার ২৯টি সড়কের প্রায় ৪০০ কিলোমিটারের ব্যাপক ক্ষতি হয়েছে। সড়কের কোথাও পিচ ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার খানাখন্দে পানি জমে আছে। এসব পথে যাত্রী ও চালকেরা প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন। এতে দুর্ঘটনাও ঘটছে। চলতি বছরে মে থেকে আগস্ট পর্যন্ত...
২ ঘণ্টা আগেউজানের ঢলে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। এতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে রংপুরের গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতু রক্ষা বাঁধে। গতকাল বুধবার প্রায় ৮০০ মিটার দীর্ঘ এই বাঁধের অন্তত ৭০ মিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এতে হুমকিতে পড়েছে দ্বিতীয় তিস্তা সেতু এবং রংপুর-লালমনিরহাট সড়ক।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া না দিতে মাইকিং করেছে পুলিশ। কোনো ভাড়াটিয়া নিষিদ্ধঘোষিত দলের সদস্য হিসেবে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হলে সেই বাড়ির মালিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে মাইকিংয়ে বলা হয়েছে।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গোসলের সময় নারী পর্যটকদের ভিডিও ধারণ ও অশ্লীল কথাবার্তার দায়ে মো. রুবেল (৩০) নামের এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট...
৬ ঘণ্টা আগে