গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আলেহিম হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে চাচা খলিলুর রহমানের সঙ্গে আলেহিম দেখা করতে যান।
এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাঁদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে তাঁরা চলে যান। তাতে আলেহিম ঘটনাস্থলেই মারা যান। আর আহত খলিলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়ি গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মেহেরপুরের গাংনীতে জমি নিয়ে বিরোধের জেরে আলেহিম হোসেন (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার মটমুড়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মুকুলের ডিপের মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আলেহিম হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের আব্দুল গনির ছেলে। তিনি কৃষিকাজের পাশাপাশি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
আলেহিমের বড় বোন মোমেনা খাতুন বলেন, জমি নিয়ে প্রতিবেশী কাদের আলী ও সাদু মণ্ডলের ছেলেদের সঙ্গে বিরোধ চলছিল। সকালে চাচা আবুল হোসেনের ছেলে খলিলুর রহমান মাঠে যান। সেখানে চাচা খলিলুর রহমানের সঙ্গে আলেহিম দেখা করতে যান।
এ সময় কাদের আলীর ছেলে সাইফুল ইসলাম, আব্দুল হান্নান, বান্টু ও সাদুর ছেলে সেন্টুসহ কয়েকজন জমি দখল করতে যান। তাঁদের বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে আলেহিম ও খলিলুর রহমানকে কুপিয়ে তাঁরা চলে যান। তাতে আলেহিম ঘটনাস্থলেই মারা যান। আর আহত খলিলুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাঁদের বাড়ি গিয়েও পাওয়া যায়নি। এ বিষয়ে তাঁদের পরিবারের সদস্যরা কথা বলতে রাজি হননি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে হাজিরহাট থেকে যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে আসছিলেন সিএনজিচালক হাসান। সিএনজিটি উপকূল সরকারি কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা অপর একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় হাসানসহ ছয়জন আহত হয়।
১৪ মিনিট আগেপুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেপাবনার সাঁথিয়ায় ৫ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার বিষয়ে গাইড প্রশিক্ষণ দিয়েছে জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর নামে প্রতিষ্ঠিত শহীদ মাওলানা নিজামী ফাউন্ডেশন। এসময় শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
৩৩ মিনিট আগেঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সগির (২৫) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শুভাঢ্যা ইউনিয়নের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় সুধার বাড়ির সামনে এই ঘটনা ঘটে। নিহত সগির শুভাঢ্যা উত্তরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং তিনি রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কাজ করতেন।
৪২ মিনিট আগে