মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাজ্জেল হোসেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন। মামলায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় পুলিশ কালকিনির লক্ষ্মীপুরের এবাদুল ইসলাম (২৬) ও একই এলাকার ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে।
মামলার বাদী কাজী মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের মিছিলে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী ফজলুর হক বেপারীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
মামলার আসামি ফজলুর হক বেপারী বলেন, ‘ঈগলের লোকজন আমাদের লক্ষ্য করে বোমা মারেন। এতে আমাদের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ দেব। তাঁরা অপরাধ করে উল্টো আমাদের দিকে দোষ দিচ্ছেন।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের মিছিলে হামলার ঘটনায় ৭৭ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মোফাজ্জেল হোসেন।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈগল মার্কার মিছিল বের করেন তাঁর কর্মী–সমর্থকেরা। এ সময় নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপের লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এতে কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এই ঘটনায় আজ শুক্রবার বিকেলে কালকিনি থানায় মামলা করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থক কাজী মোফাজ্জেল হোসেন। মামলায় কালকিনির লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুর হক বেপারীকে প্রধান আসামি করে ৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ১৫–২০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলায় পুলিশ কালকিনির লক্ষ্মীপুরের এবাদুল ইসলাম (২৬) ও একই এলাকার ইমরান হোসেনকে (২৫) গ্রেপ্তার করেছে।
মামলার বাদী কাজী মোফাজ্জেল হোসেন বলেন, ‘আমাদের মিছিলে পরিকল্পিতভাবে বোমা হামলা করা হয়েছে। হামলার মূল পরিকল্পনাকারী ফজলুর হক বেপারীসহ ৫৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।’
মামলার আসামি ফজলুর হক বেপারী বলেন, ‘ঈগলের লোকজন আমাদের লক্ষ্য করে বোমা মারেন। এতে আমাদের লোকজন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। আমরাও থানায় লিখিত অভিযোগ দেব। তাঁরা অপরাধ করে উল্টো আমাদের দিকে দোষ দিচ্ছেন।’
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান বলেন, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিলে হামলার ঘটনায় মামলা হয়েছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের এক দিন পর রবিউল ইসলাম (২৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী এলাকার একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেমঙ্গলবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে ১০ দফা দাবি ও প্রস্তাব জমা দিয়েছে।
৪০ মিনিট আগেকক্সবাজারের টেকনাফে রাফিয়া নামের এক নারীর সঙ্গে বেড়াতে গিয়ে দুই যুবক অপহরণের শিকার হয়েছেন। তাঁরা হলেন উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়ার শফিউল আলমের ছেলে মো. আদনান (২১) এবং একই এলাকার মো. শফিকের ছেলে মো. হাশেম (২২)। এ ঘটনায় হওয়া মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেখুলনায় গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে সামছুন নাহার লাকির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। লাকি খুলনা মেডিকেল কলেজের অধ্যাপক এবং হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের প্রধান হিসেবে কর্মরত। নির্যাতনের অভিযোগে গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গৃহকর্মী আকলিমা খাতুন বাদী হয়ে খুলনার অতিরিক্ত...
২ ঘণ্টা আগে