মাদারীপুর প্রতিনিধি
ইউপি নির্বাচনে হেরে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। তার মামা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়েছেন। আর সেখানে বিজয়ী হয়েছেন রাব্বানীর ওপর হামলার ঘটনায় জড়িত দাবি করা আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাননী খান বেসরকারিভাবে ইশিবপুর ইউপিতে মোশারফ মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন। মোশারফ মোল্লা ৩ হাজার ২৬২ ভোটে পান আর রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ পান ২ হাজার ৫০৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী।
জানা যায়, রোববার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রব্বানী সেখানে গেল মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রব্বানীকে ছুড়ে গিয়ে কোপ দেন। এ সময় রব্বানী ফেরাতে গেলে তাঁর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাইরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তাঁর ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি। আর হার জিত থাকতেই পারে। এ বিষয় কিছু বলতে চাই না।
আর বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানের উত্তেজিত জনতা তাদের ধাওয়া গেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাঁকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ। এত কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগণের সেবক হিসেবে থাকব আজীবন।’
আর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আহত রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো কারচুপি বা জালিয়াতির ঘটনা ঘটেনি।’
ইউপি নির্বাচনে হেরে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ। তার মামা মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে লড়েছেন। আর সেখানে বিজয়ী হয়েছেন রাব্বানীর ওপর হামলার ঘটনায় জড়িত দাবি করা আরেক স্বতন্ত্র প্রার্থী মোশারফ মোল্লা।
গতকাল রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা নাননী খান বেসরকারিভাবে ইশিবপুর ইউপিতে মোশারফ মোল্লাকে বিজয়ী ঘোষণা করেন। মোশারফ মোল্লা ৩ হাজার ২৬২ ভোটে পান আর রাব্বানীর মামা সালাউদ্দিন আহমেদ পান ২ হাজার ৫০৫ ভোট। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন প্রার্থী।
জানা যায়, রোববার ইউপি নির্বাচনে ইশিবপুর ইউনিয়নে গোলাম রব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট চলাকালীন ৭ নম্বর ওয়ার্ডের গাংকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রতিপক্ষ মোশারফ মোল্লার লোকজন ভোট কেটে নেওয়ার চেষ্টা করছে। এ খবর শুনে গোলাম রব্বানী সেখানে গেল মোশারফ মোল্লার ছেলে তাঁর ওপর চড়াও হন। একপর্যায়ে গোলাম রব্বানীকে ছুড়ে গিয়ে কোপ দেন। এ সময় রব্বানী ফেরাতে গেলে তাঁর ডান হাতের দুইটি আঙুল কেটে যায়। পরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ঘটনায় উভয় পক্ষের আরও পাঁচজন আহত হন। পরে স্থানীয়রা গোলাম রব্বানীসহ আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যাপারে সাংবাদিকদের গোলাম রাব্বানী বলেন, ‘প্রকাশ্যে ভোট নেওয়ার অভিযোগে ওই কেন্দ্রের বাইরে আমি গেলে মোশারফ মোল্লার নির্দেশে তাঁর ছেলে সোহেল মোল্লা আমার ওপর হামলা চালায়। এতে আমার কয়েকটি আঙুল কেটে গেছে। আমি এ ঘটনার বিচার দাবি করি। আর হার জিত থাকতেই পারে। এ বিষয় কিছু বলতে চাই না।
আর বিজয়ের পর মোশারফ মোল্লা বলেন, ‘গোলাম রাব্বানী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ভোট কেন্দ্র দখল করতে গিয়েছিল। পরে সেখানের উত্তেজিত জনতা তাদের ধাওয়া গেয়। সেখানে থেকে তারা একটি ঘরে আশ্রয় নিলে আমি ও আমার ছেলে গিয়ে তাঁকে উদ্ধার করি। আর জনগণ যে আমার সাথে আছে, এ বিজয়ই তার প্রমাণ। এত কিছুর পরেও আমার বিজয়কে থামাতে পারেনি। আমি জনগণের সেবক হিসেবে থাকব আজীবন।’
আর জেলা নির্বাচন কর্মকর্তা মো. মনিরুজ্জামান আহত রাব্বানীকে হাসপাতালে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। যারা ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত। নির্বাচন সুষ্ঠু ও অবাধ হয়েছে। কোনো কারচুপি বা জালিয়াতির ঘটনা ঘটেনি।’
সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব ঘোষিত তিন দিনের কর্মসূচির শেষ দিনে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যদিনের তুলনায় সড়কে যানবাহনের চাপ কম রয়েছে। মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
১৯ মিনিট আগেবগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে নিজ বাড়ি থেকে তাঁদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
৩২ মিনিট আগেবগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক নারী যাত্রী ও তাঁর মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশাচালক। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দরগাহাট বাজার এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
২ ঘণ্টা আগেকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. মোজাম্মেল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। জানা গেছে, ১২ বছর ধরে এই প্রতিষ্ঠানে থাকা মোজাম্মেল হক বিভিন্ন সময় চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের থেকে স্বাস্থ্য অধিদপ্তর...
২ ঘণ্টা আগে