Ajker Patrika

বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ২০: ১৪
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে আজ সোমবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর জনসভায় হামলা। ছবি: সংগৃহীত
মাদারীপুরের কালকিনি উপজেলা পরিষদ চত্বরে আজ সোমবার দুপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশীর জনসভায় হামলা। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম রেজা তাঁর সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা পরিষদ চত্বরে এলে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানাসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রেজাউল করিম রেজা বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আমার সমর্থকদের ওপর হামলা চালান আরেক মনোনয়নপ্রত্যাশী খোকন তালুকদারের লোকজন। এতে আমার প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।’

অভিযোগের বিষয়ে আনিসুর রহমান খোকন তালুকদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।

কালকিনির ইউএনও মো. সাইফ উল আরেফীন বলেন, ‘মারামারির ঘটনা দেখতে পেয়ে আমি প্রশাসনের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের সময় আমি এবং কালকিনি থানার ওসি আহত হয়েছি। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিসিএসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সফর নিয়ে প্রশ্ন, নেই মুক্তিযুদ্ধ

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’

ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা

স্বামীকে হত্যার পর ইয়াবা সেবন করে লাশ টুকরো করেন স্ত্রী ও প্রেমিক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত