মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম রেজা তাঁর সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা পরিষদ চত্বরে এলে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানাসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রেজাউল করিম রেজা বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আমার সমর্থকদের ওপর হামলা চালান আরেক মনোনয়নপ্রত্যাশী খোকন তালুকদারের লোকজন। এতে আমার প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।’
অভিযোগের বিষয়ে আনিসুর রহমান খোকন তালুকদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
কালকিনির ইউএনও মো. সাইফ উল আরেফীন বলেন, ‘মারামারির ঘটনা দেখতে পেয়ে আমি প্রশাসনের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের সময় আমি এবং কালকিনি থানার ওসি আহত হয়েছি। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মাদারীপুরের কালকিনি উপজেলায় বিএনপির দুজন মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী মেজর (অব.) রেজাউল করিম রেজা তাঁর সমর্থকদের নিয়ে একটি মিছিল বের করেন। মিছিল নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা পরিষদ চত্বরে এলে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষাবিষয়ক সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী আনিসুর রহমান খোকন তালুকদারের সমর্থকদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, কালকিনি থানার ওসি কে এম সোহেল রানাসহ ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রেজাউল করিম রেজা বলেন, ‘আমি প্রশাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে আমার সমর্থকদের ওপর হামলা চালান আরেক মনোনয়নপ্রত্যাশী খোকন তালুকদারের লোকজন। এতে আমার প্রায় ১৫ জন কর্মী-সমর্থক আহত হন। আমি হামলাকারীদের বিরুদ্ধে মামলা করব।’
অভিযোগের বিষয়ে আনিসুর রহমান খোকন তালুকদারের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি তা ধরেননি।
কালকিনির ইউএনও মো. সাইফ উল আরেফীন বলেন, ‘মারামারির ঘটনা দেখতে পেয়ে আমি প্রশাসনের লোকজন নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।’
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা আজকের পত্রিকাকে বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষের সময় আমি এবং কালকিনি থানার ওসি আহত হয়েছি। এ ছাড়া বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘হেফাজতে ইসলাম কথা বললেও রাজনৈতিক একটা কথা চলে আসে। হেফাজতের পক্ষে অনেকে আছেন নির্বাচন করতে চান—এ প্রশ্ন উঠেছে। উঠতে পারে, কারণ, হেফাজতে ইসলাম তো কোনো রাজনৈতিক দল নয়।
২ ঘণ্টা আগেরাজশাহী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকারের হিমাগারে তিনজনকে ডেকে নিয়ে নির্যাতনের মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় পড়েছেন মামলার বাদী। নিরাপত্তা চেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
৩ ঘণ্টা আগেগাইবান্ধার সুন্দরগঞ্জে সোনালী পরিবহনের বাসের ধাক্কায় মো. রাজু মিয়া (৪০) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। আজ শুক্রবার রাত ৯টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের সদর মহিলা দাখিল মাদ্রাসার দক্ষিণে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ফতুল্লায় নয়ন হত্যার পর ড্রামে গুম করার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া নিহতের দ্বিতীয় স্ত্রী সাবিনা ও তাঁর মেয়ে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছেন। ঘটনার সঙ্গে নিজেদের যুক্ত থাকার কথা স্বীকার করার পাশাপাশি বাকি জড়িতদের নাম ও লাশ গুমের পুরো ঘটনা তুলে ধরেছে সাবিনা।
৪ ঘণ্টা আগে