লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
আবেয়া বেওয়া উপজেলার সিংগীমারী ইউনিয়নের আলিমের ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
হাতীবান্ধা থানায় করা অভিযোগে জানা গেছে, আব্দুল আজিজ মৃত্যুর আগে দুই মেয়ে ও স্ত্রী আবেয়া বেওয়ার নামে সাড়ে ৮১ শতাংশ জমি লিখে যান। সেই জমি চাষাবাদ করে সংসার চালান আবেয়া। তাঁর মেয়েরা তাঁদের শ্বশুরবাড়িতে থাকেন। নিজ গ্রামে বিধবা আবেয়ার একলা থাকার সুযোগে প্রতিবেশী মৃত বছির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন অনেক দিন ধরে তাঁর জমি দখলের চেষ্টা আসছিলেন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) আবেয়া বেওয়ার আমনের খেত দখলের চেষ্টা চালান মফিজ উদ্দিন। ওই দিন দলবল নিয়ে তিনি আবেয়ার জমিতে গিয়ে আমনের চারা উপড়ে ফেলেন। এতে বাধা দিলে আবেয়াকে বেধম মারধর এবং কোদাল দিয়ে কুপিয়ে তাঁর মাথা রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অভিযোগ দায়েরের পর থেকে পালিয়েছেন মফিজ উদ্দিন। সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে আজ শনিবার আবেয়া বেওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথার চুল টেনে ধরে কাপড় ছিঁড়ে ফেলে, শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি কোদাল দিয়ে মাথায় আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।’
আজ দুপুরে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
লালমনিরহাটের হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধর ও কোদালের কোপে এক বিধবা নারী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় প্রতিবেশী মফিজ উদ্দিনসহ ছয়জনের বিরুদ্ধে গতকাল শুক্রবার থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী আবেয়া বেওয়া (৫০)।
আবেয়া বেওয়া উপজেলার সিংগীমারী ইউনিয়নের আলিমের ডাঙ্গা গ্রামের মৃত আব্দুল আজিজের স্ত্রী।
হাতীবান্ধা থানায় করা অভিযোগে জানা গেছে, আব্দুল আজিজ মৃত্যুর আগে দুই মেয়ে ও স্ত্রী আবেয়া বেওয়ার নামে সাড়ে ৮১ শতাংশ জমি লিখে যান। সেই জমি চাষাবাদ করে সংসার চালান আবেয়া। তাঁর মেয়েরা তাঁদের শ্বশুরবাড়িতে থাকেন। নিজ গ্রামে বিধবা আবেয়ার একলা থাকার সুযোগে প্রতিবেশী মৃত বছির উদ্দিনের ছেলে মফিজ উদ্দিন অনেক দিন ধরে তাঁর জমি দখলের চেষ্টা আসছিলেন। গত বৃহস্পতিবার (২৪ জুলাই) আবেয়া বেওয়ার আমনের খেত দখলের চেষ্টা চালান মফিজ উদ্দিন। ওই দিন দলবল নিয়ে তিনি আবেয়ার জমিতে গিয়ে আমনের চারা উপড়ে ফেলেন। এতে বাধা দিলে আবেয়াকে বেধম মারধর এবং কোদাল দিয়ে কুপিয়ে তাঁর মাথা রক্তাক্ত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এদিকে অভিযোগ দায়েরের পর থেকে পালিয়েছেন মফিজ উদ্দিন। সেদিনের ঘটনার কথা বলতে গিয়ে আজ শনিবার আবেয়া বেওয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমি তাদের বাধা দিতে গেলে তারা আমাকে বেধড়ক মারধর করে। আমার মাথার চুল টেনে ধরে কাপড় ছিঁড়ে ফেলে, শ্লীলতাহানির চেষ্টা করে। এমনকি কোদাল দিয়ে মাথায় আঘাত করে আমাকে হত্যার চেষ্টা করে।’
আজ দুপুরে হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর বাজারে সবুজ পাতা ছড়িয়ে দাঁড়িয়ে রয়েছে একটি রেইনট্রিগাছ। স্থানীয় বাসিন্দাদের মতে, গাছটির বয়স ১৫০ বছর হবে। প্রাচীন গাছটি এখন কাটতে চাইছে প্রশাসন। তবে তাতে বাধ সেধেছেন এলাকাবাসী।
১ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক কাজী এনাম আহমেদকে যশোর ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার ক্রীড়া সংগঠকেরা। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত যশোর শামসুল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন গ্যালারির নিচে তাঁরা এই কর্মসূচি পালন করেন।
৩০ মিনিট আগেফরিদপুরের ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আজ বুধবার বিকেলে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. শামসুল আজম।
১ ঘণ্টা আগেলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্তে ঘাস কাটতে যাওয়া রবিনাশ নামের এক যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের বাড়াইপাড়া সীমান্তের মেইন পিলার ৯৫-এর কাছে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে