Ajker Patrika

খাল থেকে হাত-পা বাঁধা রাজমিস্ত্রির লাশ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮: ১৮
খালে লাশ পাওয়ার খবর স্বজন ও স্থানীয়রা ভিড় করে। ছবি: আজকের পত্রিকা
খালে লাশ পাওয়ার খবর স্বজন ও স্থানীয়রা ভিড় করে। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরে নিখোঁজের এক দিন পর হাত-পা বাঁধা অবস্থায় খাল থেকে ইউছুফ হোসেন নামে এক রাজমিস্ত্রির লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার দালাল বাজার-পালেরহাট সড়কের কোরালিয়া খাল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ইউছুফ সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পশ্চিম গৌপীনাথপুর গ্রামের হাবিব উল্লাহ হাজিবাড়ির আবুল কাশেমের ছেলে এবং সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা হুমায়ুন কবিরের ভগ্নিপতি। তিনি গত বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন।

নিহত ইউছুফের ছেলে মো. শাকিল জানান, তাঁর বাবার সঙ্গে বৃহস্পতিবার রাত ৯টার দিকে বাড়ির সামনে শেষ কথা হয়। এরপর থেকে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। দিনভর আত্মীয়স্বজনসহ নানা স্থানে খোঁজাখুঁজি করা হলেও তাঁর হদিস পাওয়া যায়নি। শুক্রবার রাতে কোরালিয়া খালে হাত-পা বাঁধা অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। জমি নিয়ে চাচাদের সঙ্গে বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে মনে করছেন নিহতের ছেলে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত