Ajker Patrika

লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাশিক্ষক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে মাদ্রাসাশিক্ষক নিহত

লক্ষ্মীপুরে বিদ্যুতায়িত হয়ে মো. রাকিব হোসেন নামের এক মাদ্রাসাশিক্ষক নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে সদর উপজেলার মান্দারী এলাকার আতার আলী ভূঁইয়া বাড়ি জামে মসজিদের ছাদে এ ঘটনা ঘটে। 

মো. রাকিব হোসেনের বাড়ি উপজেলার কুশাখালী এলাকায়। তিনি আতার আলী ভূঁইয়া বাড়ির নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ছিলেন। 

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে মাদ্রাসার ছাঁদে উঠে রড দিয়ে গাছ থেকে আম পারতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন রাকিব হোসেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিন। পরে ঘটনাস্থল থেকে চন্দ্রগঞ্জ থানার পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে। 

এ নিয়ে মান্দারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল হোসেন পাটওয়ারী বলেন, ‘হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি রাকিব হোসেন ওই মসজিদের ইমামতি করতেন। মাদ্রাসার ছাঁদ থেকে আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মারা যান তিনি।’ 

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোহিদুল ইসলাম বলেন, এটি একটি দুর্ঘটনা। পরিবারের কোনো অভিযোগ না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করতে কোনো সমস্যা হবে না। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত