Ajker Patrika

পিকনিকের নৌকায় নাচানাচি করতে গিয়ে নদীতে পড়ে তরুণের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ০১: ০৯
পিকনিকের নৌকায় নাচানাচি করতে গিয়ে নদীতে পড়ে তরুণের মৃত্যু

কুষ্টিয়ার গড়াই নদে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নৌকা থেকে পড়ে শুভ ইসলাম (১৮) নামের এক যুবক নিখোঁজ হন। এ ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর তাঁর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল। আজ শনিবার সন্ধ্যার দিকে জেলা পরিষদ পার্ক এলাকার পাশে গড়াই নদ থেকে লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম। এর আগে গতকাল সন্ধ্যা ৬টার দিকে গড়াই নদে শুভর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে বন্ধুদের সঙ্গে গড়াই নদে নৌকা নিয়ে পিকনিকে যান শুভ। দিনব্যাপী ঘোরাফেরা শেষে সন্ধ্যা ৬টার দিকে নৌকার ওপর নাচানাচি করতে গিয়ে ছয় বন্ধুসহ নদে পড়ে যান। একপর্যায়ে সবাই উঠে এলেও শুভ আসেননি। পানির স্রোতে তলিয়ে যান তিনি। 

খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গড়াই নদে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। রাতে উদ্ধার অভিযান বন্ধ হয়। পরে আজ সকাল থেকে খুলনা থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালায় বলে ফায়ার সার্ভিস জানায়। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম জানান, বন্ধুদের সঙ্গে নৌভ্রমণে গিয়ে নদে পড়ে শুভ নামের এক যুবক নিখোঁজ হন। প্রায় ২৪ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে খানিকটা দূর থেকে শুভর লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

শুক্রবার দুপুরের মধ্যে ফলাফল ঘোষণা সম্ভব: জাকসু নির্বাচন কমিশন

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মোতাজ্জেরুল ইসলাম মিঠু গ্রেপ্তার

নতুন ট্রেন্ড ন্যানো ব্যানানা, নিজের থ্রিডি ফিগারিন বানাবেন যেভাবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত