Ajker Patrika

জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, সন্দেহভাজন ৩ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০: ৫২
জুমার নামাজের পর মিছিলের চেষ্টা, সন্দেহভাজন ৩ যুবক আটক

কুষ্টিয়ার টাকিমারা নামক স্থানের একটি মসজিদে জুমার নামাজ শেষে মিছিল করার চেষ্টার সময় ৩ জনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানার পুলিশ। আজ শুক্রবার বেলা ২টার দিকে তাঁদের আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে সন্ধ্যায় আজকের পত্রিকাকে জানান, সাম্প্রতিক কুমিল্লার ঘটনার জেরে কুমারগাড়া এলাকার টাকিমারা নামক স্থানীয় একটি মসজিদে জুমার নামাজ শেষে কয়েকজন মিছিল বের করার চেষ্টা করেন। এ সময় সেখানে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁরা দৌড়ে পালিয়ে যান। তবে নাশকতা সৃষ্টি করতে পারেন, এমন সন্দেহে সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে।

কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা কুষ্টিয়া, মোতায়েন করা হয়েছে বিজিবি ও র‍্যাবওসি আরও বলেন, আটক ব্যক্তিদের থানায় নেওয়া হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়া গেলে ছেড়ে দেওয়া হতে পারে।

আজ সকাল থেকে কুষ্টিয়া শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ শহরের বিভিন্ন মসজিদের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তভাবে অবস্থান নেয়। সেই সঙ্গে র‍্যাব এবং বিজিবিও শহরের বিভিন্ন প্রান্তে টহল দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত